1. admin@banglabahon.com : Md Sohel Reza :
তাবলীগে কোয়ারেন্টিন না মানায় চট্টগ্রামে ভবন লকডাউন
শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন

তাবলীগে কোয়ারেন্টিন না মানায় চট্টগ্রামে ভবন লকডাউন

চট্টগ্রাম সংবাদদাতা
  • প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২০

চট্টগ্রাম ভবন লকডাউনশেরপুর থেকে আগত তাবলীগের ২১ সদস্য হোম কোয়ারেন্টিন অমান্য করায় চট্টগ্রাম নগরীর একটি ভবন লকডাউন করা হয়েছে। পাশাপাশি মালিকের ছেলেকে ১০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। সোমবার (৬ এপ্রিল) ওই বাড়িটি লকডাউন করা হয়।

তৌহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, শেরপুর থেকে আগত তাবলীগের ২১ জন সদস্যকে পশ্চিম খুলশীর একটি বাসায় গত ২৬ মার্চ থেকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। কিন্তু তারা কোয়ারেন্টিন অমান্য করে আশপাশের মসজিদে যাতায়াত করতো, এমনকি দাওয়াতি কার্যক্রমেও অংশ নিতো। বিষয়টি নজরে আসার পর, আমরা ওই বাসায় অভিযান পরিচালনা করি।

তিনি আরও বলেন, অভিযানে গিয়ে আমরা দেখি বাসা থেকে লোকজন যত্রতত্র বের হচ্ছে এবং প্রবেশ করছে। স্থানীয় লোকজনও এর সত্যতা স্বীকার করে। পরে এসব অভিযোগের প্রেক্ষিতে বাসার মালিকের ছেলে আতিকুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাবলীগ জামায়েতের ২১ জন সদস্যসহ বাড়ির অন্য ভাড়াটিয়া যেন আগামী ১৪ দিন বের না হন, এ জন্য বাড়িটিকে লকডাউন করার আদেশ দেওয়া হয়।

স্থানীয় খুলশী থানার পক্ষ থেকে বাড়ির অভ্যন্তরে অবস্থানকারী কারও জরুরি প্রয়োজনে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!