1. admin@banglabahon.com : Md Sohel Reza :
কাল থেকে নামবে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৬:০৮ অপরাহ্ন

কাল থেকে নামবে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: বুধবার, ১ মে, ২০২৪

তীব্র গরমের মধ্যে স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের তাপমাত্রা নিয়ে আজ বুধবার আগারগাঁও আবহাওয়া অফিসে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আবহাওয়াবিদ আব্দুর রহমান।

ব্রিফিংয়ে জানানো হয়, চলমান তাপপ্রবাহ আজও অব্যাহত থাকবে। তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টি হবে। সিলেট, চট্টগ্রাম, বরিশালসহ দেশের পশ্চিমাংশে বৃষ্টি শুরু হবে। পরে তা ক্রমান্বয়ে সারাদেশে ছড়িয়ে পড়বে। তখন তাপমাত্রা সহনীয় পর্যায়ে চলে আসবে।

ব্রিফিংয়ে আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, তাপমাত্রা এখনই স্বস্তিদায়ক হবে না। দুই তিন চার তারিখে রাজশাহী, চুয়াডাঙ্গা যশোর পাবনা রংপুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই কম। তবে ৫ তারিখে সারাদেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হতে পারে। তখনই আসলে স্বস্তিদায়ক তাপমাত্রা বিরাজ করবে।

তিনি আরও বলেন, তীব্র তাপদাহ যে শুধু বাংলাদেশে হচ্ছে তা নয় । আশপাশের প্রতিবেশী দেশগুলোতে বিশেষ করে ভারত ও মিয়ানমারে তীব্র তাপদাহ চলছে।

টানা দাবদাহের মধ্যে গতকাল মঙ্গলবার যশোরে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায় এদিন থার্মোমিটারের পারদ ওঠে ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলিসিয়াসে। আর ঢাকায় তাপমাত্রা উঠেছে ৩৮ দশমিক ৬ ডিগ্রিতে।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!