1. admin@banglabahon.com : Md Sohel Reza :
ঘূর্ণিঝড় সিডরের মতোই শক্তিশালী মোখা
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

ঘূর্ণিঝড় সিডরের মতোই শক্তিশালী মোখা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: শনিবার, ১৩ মে, ২০২৩
ছবি: আবহাওয়া অধিদপ্তরের যুগ্ম পরিচালক মো. আসাদুর রহমান। -ব্রিফিংয়ের ভিডিও থেকে নেয়া

২০০৭ সালের ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সিডরের মতোই শক্তিশালী মোখা বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের যুগ্ম পরিচালক মো. আসাদুর রহমান।

আজ আবহাওয়া অধিদপ্তরের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ‘প্রায় সিডরের সমতুল্য গতিবেগ নিয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে মোখা। তবে, সিডর দেশের মাঝ বরাবর দিয়ে গেলেও মোখা যাবে পাশ দিয়ে। উপকূলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মোখা গতি সঞ্চার করতে থাকবে। এটি যখন তীরে আছড়ে পড়বে তখন বাতাসের গতিবেগ থাকবে ১৬০ কিলোমিটারের বেশি।’

ঘূর্ণিঝড় মোখার প্রভাবের বিষয়ে মো. আসাদুর রহমান বলেন, ‘মোখার প্রভাব সবচেয়ে বেশি পড়বে সেন্টমার্টিন, টেকনাফ, উখিয়া অঞ্চলে। এর প্রভাবে যে বৃষ্টি হবে, তাতে পাহাড় ধসেরও শঙ্কা আছে।

মোখার প্রভাব সিলেট পর্যন্ত থাকবে। বর্তমানে এর ডায়ামিটার ৫০০-৫৫০ কিলোমিটার। ডায়ামিটার যদি ২৫০ কিলোমিটারও থাকে, তাও তো কম না। তীর থেকে ৪০০ কিলোমিটারের মধ্যে এলে এর গতি থাকবে ১৬০-১৭৫ কিলোমিটার। কিন্তু এটা আরও গতি সঞ্চার করতে পারে।

এই গতিতে এগিয়ে এলে রোববার সকাল ১০টা থেকে ঝড়ো হাওয়ার পরিমাণ বাড়বে।’

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!