1. admin@banglabahon.com : Md Sohel Reza :
প্রাণভয়ে ইউক্রেন ছেড়েছে ১৩ লাখ মানুষ: জাতিসংঘ
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন

প্রাণভয়ে ইউক্রেন ছেড়েছে ১৩ লাখ মানুষ: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ৬ মার্চ, ২০২২

রাশিয়ার আগ্রাসনের মুখে প্রাণভয়ে ইউক্রেন থেকে ১৩ লাখ মানুষ পালিয়ে গেছেন। এর অর্ধেক মানুষ শরণার্থী হয়ে প্রতিবেশী পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন।

রুশ হামলায় বিদ্যুবিহীন অবস্থায় খাবার ও পানীয় জলের ভয়াবহ শঙ্কটের কারণে ইউক্রেনের লাখ লাখ মানুষ এখন প্রতিবেশী দেশগুলোতে পাড়ি জমাচ্ছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার। শনিবারের তথ্য অনুযায়ী, প্রায় ৭ লাখ মানুষ ইউক্রেন সীমান্ত অতিক্রম করে পোল্যান্ডে প্রবেশ করেছে, দেড় লাখেরও বেশি হাঙ্গেরিতে আর বাকিরা ইউরোপের অন্যান্য দেশে আশ্রয় নিয়েছে।

পোল্যান্ড ও হাঙ্গেরির পর ইউক্রেইনের অপর প্রতিবেশী মালদোভা, স্লোভাকিয়া ও রোমানিয়ায় সবচেয়ে বেশি মানুষ আশ্রয় নিয়েছে।

রুশ হামলায় শনিবার পর্যন্ত ইউক্রেনের ১ হাজার ৫৮ বেসামরিক লোক হতাহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এদের মধ্যে ৩৫১ নিহত এবং ৭০৭ জন আহত হয়েছেন।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!