1. admin@banglabahon.com : Md Sohel Reza :
৪ জুলাই ‘ভাইরাসমুক্ত দিবস’ পালন করতে চান বাইডেন
শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন

৪ জুলাই ‘ভাইরাসমুক্ত দিবস’ পালন করতে চান বাইডেন

বিদেশ ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১২ মার্চ, ২০২১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ৪ জুলাই নভেল করোনাভাইরাসের হাত থেকে ‘স্বাধীনতা লাভ’ করতে চান।

নিজের প্রথম প্রাইমটাইম ভাষণে শুক্রবার বলেন, সবাই ভ্যাকসিন নিলে এটি সম্ভব।

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জানিয়েছেন, মে মাসের ১ তারিখের মধ্যে সব প্রাপ্তবয়স্ককে ভ্যাকসিনের জন্য বিবেচিত করতে অঙ্গরাজ্যগুলোকে নির্দেশ দেবেন।

দেশটিতে এখন পর্যন্ত বয়স্ক ব্যক্তি এবং স্বাস্থ্যকর্মীরা ভ্যাকসিন পাচ্ছেন।

করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণার এক বছর পূর্তির দিনে বাইডেন বলেন, ‘যদি আমরা সবাই একসঙ্গে এটা করি, তাহলে ৪ জুলাই আপনি আপনার পরিবার নিয়ে স্বাধীনতা দিবস পালন করতে পারবেন।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্র শুধুমাত্র তাদের স্বাধীনতা দিবস পালন করবে না, ভাইরাসমুক্ত দিবসও পালন করবে।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস আগামী ৪ জুলাই। ১৭৭৬ সালের এদিনে স্বাধীনতার ঘোষণা দেয় দেশটি। একটি সার্বভৌম যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটস অব আমেরিকার জন্ম হয়েছিল এদিনে। দিনটি আমেরিকার নাগরিকেরা মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদ্‌যাপন করে থাকেন।

এরই মধ্যে সেখানে ৫ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ নতুন রোগটিতে মারা গেছেন। আক্রান্ত প্রায় ৩ কোটি।

গত বছরের এসময় যুক্তরাষ্ট্রের সব বড় খেলা বাতিল করা হয়, অভিনেতা টম হ্যাঙ্কসসহ অনেক বিশিষ্ট ব্যক্তির দেহে করোনা শনাক্ত হয়। এরপর ট্রাম্প প্রশাসন ইউরোপের সঙ্গে সব ধরনের যোগাযোগ স্থগিত করে। চলাফেরার ওপর আরোপ করা হয় কঠিন নিষেধাজ্ঞা।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!