1. admin@banglabahon.com : Md Sohel Reza :
২৫ শে ফেব্রুয়ারি মানিকগঞ্জে হাফ ম্যারাথন, অনলাইনে রেজিস্ট্রেশন শুরু
শনিবার, ০৪ মে ২০২৪, ১১:০৬ অপরাহ্ন

২৫ শে ফেব্রুয়ারি মানিকগঞ্জে হাফ ম্যারাথন, অনলাইনে রেজিস্ট্রেশন শুরু

বাংলা বাহন ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: গতবারের হাফ ম্যারাথন।

‘সবুজে বাঁচি, প্রাণবিক পৃথিবী গড়ি’ স্লোগানে পরিবেশ সচেতনতায় আগামী ২৫ শে ফেব্রুয়ারি হাফ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষার মাসে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে  ‘একুশে একুশ’ এই হাফ ম্যানাথনের আয়োজন করেছে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন হরিরামপুর শ্যামল নিসর্গ

ম্যারাথনে অংশগ্রহণের জন্য তিনটি স্লটে শুরু হয়েছে অনলাইনে রেজিস্ট্রেশন

‘একুশে একুশ’ হাফ ম্যারাথন আয়োজক কমিটির আহবায়ক প্রণব পাল জানান, প্রতি বছরের মতো এবারও পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে হরিরামপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই হাফ ম্যারাথনের আয়োজন  করা হয়েছে। হরিরামপুর উপজেলার পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে দুইটি স্লটে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হবে এই ম্যারাথন। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পরিবেশ বিষয়ক সচেতনতার বার্তা প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে দেয়ার প্রত্যাশা সংগঠনটির। আগামী ২০ শে ফেব্রুয়ারি রাত ১২ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।

এক নজরে হাফ ম্যারাথনের তথ্যাবলি:

ম্যারাথনের তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার
ম্যারাথন শুরু: সকাল ৭ টা, পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, হরিরামপুর
ম্যারাথনের শেষ গন্তব্য: মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ, মানিকগঞ্জ

প্রথম স্লট: পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, হরিরামপুর হতে সাকুচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, হরিরামপুর পর্যন্ত (৫ কিলোমিটার)
দ্বিতীয় স্লট: পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, হরিরামপুর হতে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ, মানিকগঞ্জ পর্যন্ত (২১.১ কিলোমিটার)
রেজিস্ট্রেশন ফি: ১০০ (একশত) টাকা

অনলাইনে রেজিস্ট্রেশন করতে নিচের বিকাশ নম্বরে নির্ধারিত ফি প্রেরণপূর্বক এই ফরমটি পূরণ করে সাবমিট করুন। বিকাশ করার সময় অবশ্যই রেফারেন্সে আপনার নাম উল্লেখ করুন। অথবা, সর্বজয়া ই-সুপার শপে (পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের পূর্বদিকের সড়কে অবস্থিত) সরাসরি গিয়ে ফরম পূরণ ও ফি পরিশোধ করা যাবে।
বিকাশ নম্বর: ০১৮২২৮২৭৮৯৮

রেজিস্ট্রেশনকৃত সকল রানার ও স্বেচ্ছাসেবকদের যা যা দেয়া হবে:

  • জার্সি
  • হাইড্রেশন ‍সাপোর্ট
  • মেডিক্যাল সাপোর্ট

গন্তব্যে পৌঁছানো রানারদের যা যা দেয়া হবে:

  •  মেডেল
  • ই-সার্টিফিকেট
  • জার্সি
  • হাইড্রেশন ‍সাপোর্ট
  • মেডিক্যাল সাপোর্ট
শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!