1. admin@banglabahon.com : Md Sohel Reza :
মানুষ বেঁচে থাকার উপায় খুঁজে পাচ্ছে না : মির্জা ফখরুল
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:১৭ অপরাহ্ন

মানুষ বেঁচে থাকার উপায় খুঁজে পাচ্ছে না : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: রবিবার, ৬ মার্চ, ২০২২

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশকে এমন অবস্থায় নিয়ে গেছে যে, দেশের মানুষ এখন বেঁচে থাকার উপায় খুঁজে পাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তিনি বলেন, ‘বাংলাদেশের প্রত্যেকটা মানুষের একেবারে অন্তরের কথা- আমরা আর পারছি না, আমাদের পক্ষে আর জীবন-যাপন করা সম্ভব হচ্ছে না। চাল-ডাল-তেল-লবণের দাম বাড়ছে, গ্যাস-বিদ্যুতের দাম বাড়ছে, পানির দাম বাড়ছে। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে, তাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। আজকে দেশকে এমন এক জায়গায় নিয়ে গেছে যে, দেশের মানুষ এখন বেঁচে থাকার উপায় খুঁজে পাচ্ছে না।’

আজ জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রসমাবেশে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ছাত্রদল এ সমাবেশের আয়োজন করে।

আওয়ামী লীগ সরকার দেশে রাজতন্ত্র প্রতিষ্ঠার চক্রান্ত করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘একটা গভীর চক্রান্ত আছে। সেই চক্রান্ত হচ্ছে এদেশের মানুষকে তাদের অধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত রেখে তারা (আওয়ামী লীগ সরকার) একটা রাজতন্ত্র চালাবে।’

তিনি আরও বলেন, ‘আমরা ১৯৭১ সালে যুদ্ধ করেছিলাম একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য, একটা মুক্ত সমাজের জন্য। সেই মুক্তসমাজ প্রতিষ্ঠা করতে হলে আজকে আবার সব মানুষকে ৭১’র মতো ঐক্যবদ্ধ করতে হবে। প্রয়োজন হলে আরও একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ দেশকে মুক্ত করতে হবে, জনগণকে মুক্ত করতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের যুদ্ধ শুধু বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য নয়। আমাদের এই যুদ্ধ অধিকার ফিরে পাওয়ার জন্য, এই যুদ্ধ বাংলাদেশের মানুষকে তাদের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা ভোট দিতে চাই, ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করতে চাই।’

আওয়ামী লীগ কখনোই ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার পক্ষে নয়, তাই তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে বলেও উল্লেখ করেন তিনি। এ অবস্থা থেকে উত্তরণে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের কোনো বিকল্প নেই, বলেন ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার পেছনে একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে, আওয়ামী লীগের মন্ত্রী ও নেতাদের দুর্নীতি। আজকে তারা দুর্নীতি করে ফুলে-ফেপে উঠেছে।’

ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্রদলের সাবেক নেতা আসাদুজ্জামান রিপন, আমান উল্লাহ আমান, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, কামরুজ্জামান রতন, এবিএম মোশাররফ হোসেন, আজিজুল বারী হেলাল, সুলতান সালাহউদ্দিন টুকু, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, রাজিব আহসান, আকরামুল হাসান, ছাত্রদলের কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, আমিনুর রহমান আমিন, সাইফ মাহমুদ জুয়েল, রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!