1. admin@banglabahon.com : Md Sohel Reza :
রাশিয়া স্কুল ও হাসপাতালে হামলা চালাচ্ছে: ইউক্রেন
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন

রাশিয়া স্কুল ও হাসপাতালে হামলা চালাচ্ছে: ইউক্রেন

বিদেশ ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ৬ মার্চ, ২০২২

রাশিয়া স্কুল, হাসপাতাল, নার্সারিসহ বেসামরিক নিশানাগুলোতে হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলা স্টেফানিশনা।

বিবিসি-কে তিনি বলেন, ইউক্রেইনের সেনাবাহিনীর কাছ থেকে কঠোর প্রতিরোধের মুখে পড়ার পর রাশিয়া বেসামরিক নাগরিকদের ওপর ‘ব্যাপকমাত্রায় অভিযান’ শুরু করেছে।

তিনি রাশিয়ার বিরুদ্ধে আকাশ এবং ভূমি থেকে হামলা চালানোর সঙ্গে সঙ্গে ‘সন্ত্রাসী পরিকল্পনা’ থাকারও অভিযোগ করেন।

বিবিসি’র টিভি সানডে মর্নিং প্রোগ্রামে ওলা স্টেফানিশনা অভিযোগ করে বলেন, “রাশিয়া তাদের সমর কৌশলে সুনির্দিষ্টভাবে ইউক্রেইনের শহরগুলোকে নিশানা করেছে।”

“হাসপাতাল, কিন্ডারগার্র্টেন ভবন, স্কুল এমনকী সাধারণ মানুষের বাড়িঘরের ওপরও তারা গোলা বর্ষণ করছে, এটাই বাস্তবতা।”

“ইউক্রেন রাশিয়া ফেডারেশনের এই সন্ত্রাসী পরিকল্পনা বাস্তবায়নের আরেকটি ঢেউ দেখতে পাচ্ছে”, বলেন তিনি।

রাশিয়া যুদ্ধে সেনাসহ সাজ-সরঞ্জাম খুইয়ে ‘প্রচণ্ড ক্ষতির সম্মুখীন’ হচ্ছে বলেও দাবি করেন স্টেফানিশনা। তবে বলেন, এতেও ‘রাশিয়া পিছপা হচ্ছে না, বরং কেবল আরও আগ্রাসী হয়ে উঠছে’।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও রোববারেই (ডব্লিউএইচও) জানিয়েছিল, ইউক্রেইনের স্বাস্থ্যকেন্দ্রগুলো হামলার শিকার হচ্ছে।

ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেছিলেন, “স্বাস্থ্যকেন্দ্রগুলোতে একাধিক হামলার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এতে কয়েকজন নিহত এবং আহতও হয়েছে।”

ব্রিটিশ সামরিক গোয়েন্দারাও অভিযোগ করে বলেছেন, রাশিয়া বাহিনী বহুজায়গায় ইউক্রেনের জনবহুল এলাকাগুলোকে নিশানা করে হামলা চালাচ্ছে।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!