1. admin@banglabahon.com : Md Sohel Reza :
যাত্রী সংকটে ছাড়ছে না দূরপাল্লার বাস
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৯:০৪ পূর্বাহ্ন

যাত্রী সংকটে ছাড়ছে না দূরপাল্লার বাস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
ছবি: সংগৃহীত

বিএনপি-জামায়াত ও তাদের সমমনা দলগুলোর দ্বিতীয় দফায় টানা ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। এদিন যাত্রী সংকটে অধিকাংশ দূরপাল্লার বাস বন্ধ রয়েছে। তবে দু-একটি বাস চললেও মিলছে না যাত্রী।

আজ সকাল ৯টা থেকে সাড়ে ৯টার দিকে মহাখালী বাস টার্মিনালে সৌখিন পরিবহনের একটি বাস ময়মনসিংহে যাত্রীর জন্য অপেক্ষা করছে। তবে কোনো যাত্রী না থাকায় সেটি ছেড়ে যেতে পারছে না। চালক মনির হোসেন বলেন, কোনো যাত্রী নেই। ভোর থেকে  যাত্রীর জন্য অপেক্ষা করছেন। অন্যদিন এ সময়ে শুধু সৌখিন পরিবহনেরই অন্তত ২০টি গাড়ি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। আজ এখন পর্যন্ত একটিও ছেড়ে যায়নি। চালকেরা টার্মিনালে অলস সময় পার করছেন।

টার্মিনালে দায়িত্বরত তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘টার্মিনালে সকাল থেকেই তেমন যাত্রী নেই। এ কারণে এখান থেকে খুব বেশি বাস ছেড়ে যাচ্ছে না। এ এলাকায় কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেজন্য তারা সতর্ক থেকে দায়িত্ব পালন করছেন।’

সায়েদাবাদেও একই চিত্র রয়েছে। পরিবহন শ্রমিকরা বলছেন, সকাল থেকে হাতেগোনা দু-একটি বাস ছেড়েছে। তবে যাত্রীর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

সায়েদাবাদে শ্যামলী পরিবহনের ৬ নম্বর কাউন্টারের ম্যানেজার মো. নাসির বলেন, ‘আমাদের বরিশাল, গোপালগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফসহ বিভিন্ন রুটে গাড়ি রয়েছে। তবে আজ সকালে কোনো গাড়ি ছাড়া হয়নি। বিকেলের আগে কোনো গাড়ি ছাড়া হবে না। যাত্রীও তো নেই। অন্যসময় সকাল থেকে যাত্রীদের ভিড় থাকে, এখন তো সেটাও নেই। কিছু লোকাল বাস চলছে। বড় কোনো কোম্পানির বাস সেভাবে চলছে না।’

শান্তি পরিবহনের ম্যানেজার মো. স্যামসং বলেন, ‘সকাল থেকে কোনো গাড়ি ছাড়িনি। ওপরের নির্দেশনা পেলে গাড়ি ছাড়ব। কিছু যাত্রী গাড়ি না পেয়ে ফেরত যাচ্ছে।’

সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, ‘আমরা যাত্রী হলেই বাস ছাড়ছি। সকালে কিছু যাত্রী ছিল তাই কয়েকটি বাস ছেড়ে গেছে। আমরা যাত্রী পেলে বাস ছাড়ব। তবে অনেক ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘গতকাল একজন মালিকের আর্তনাদ আমরা দেখেছি। তার একটাই গাড়ি সেটাও জ্বালিয়ে দিয়েছে। রাত থেকে সকাল ৬টা পর্যন্ত তো কোনো হরতাল বা অবরোধ ছিল না তারপরও গতকাল থেকে তারা গাড়ি পোড়াচ্ছে, এটা কতটা যৌক্তিক।’

বিএনপিসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ আজ সকাল ছয়টায় শুরু হয়েছে। আগামী মঙ্গলবার সকাল ছয়টায় এ কর্মসূচি শেষ হবে।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!