1. admin@banglabahon.com : Md Sohel Reza :
মানিকগঞ্জ জ‌েলা লকডাউন ঘোষণা
শনিবার, ১৮ মে ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন

মানিকগঞ্জ জ‌েলা লকডাউন ঘোষণা

মানিকগঞ্জ সংবাদদাতা
  • প্রকাশ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানিকগঞ্জ জেলা লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। রোববার বিকেলে জেলা প্রশাসক এস এম ফেরদৌস জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যদের সুপারিশে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই লকডাউনের ঘোষণা দেন।

রবিবার সন্ধ্যা সাতটার পর থেকে এই আদেশ কার্যকর করা হবে বলে গণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) বিস্তার লাভ করায় লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছে ও লক্ষাধিক মানুষ মারা গেছেন।

দেশের বিভিন্ন স্থানে এই ভাইরাসের সংক্রমণ ঘটছে। হাঁচি, কাশি ও পরস্পরের মেলামেশার কারনে এ রোগের বিস্তার ঘটছে। এখন পর্যন্ত বিশ্বে কোথাও এ রোগের কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ি এ রোগের একমাত্র প্রতিষেধক হলো পরস্পর হতে দূরে থাকা। জনসাধারণের একে অপরের সঙ্গে মেলামেশা নিষিদ্ধ করা ছাড়া সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব নয়।

মানিকগঞ্জের আশপাশের জেলাগুলোতে

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ওইসব জেলা থেকে মানিকগঞ্জে বেআইনিভাবে মানুষজন অনুপ্রবেশ করছে।

এ কারণে রোববার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মানিকগঞ্জ জেলা লকডাউন বলবৎ থাকবে।

এ সময়ে জাতীয় ও আঞ্চলিক সড়ক ও মহাসড়ক, নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ মানিকগঞ্জে প্রবেশ করতে বা জেলা থেকে অন্য কোনো জেলায় যেতে পারবেন না।

সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত কেউ ঘরের বাইরে যেতে পারবেন না। আইন অম্যানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষান দিয়েছেন জেলা প্রশাসক।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!