1. admin@banglabahon.com : Md Sohel Reza :
করোনা রোগী চিকিৎসায় আরও চার হাসপাতাল
রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন

করোনা রোগী চিকিৎসায় আরও চার হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

করোনাভাইরাস সংক্রমিত রোগীদের নতুন করে আরও চারটি হাসপাতাল চিকিৎসার জন্য নেয়া হয়েছে।  এগুলোকে করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সেগুলো হলো- ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব মো. মারুফুর রশিদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং বাংলাদেশ ক্রমাগত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান করোনা ডেডিকেটেড হাসপাতাল সম্প্রসারণ অপরিহার্য হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিক্রমে এ চারটি হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হলো।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!