ক্যাটরিনা কাইফকে বিয়ের প্রস্তাব দিলেন বিকি কৌশল। তাও আবার সালমান খানের সামনে। ক্যাটরিনাকে বিকি যখন বিয়ের প্রস্তাব দেন, তখন বোন অর্পিতা খান শর্মার কাধে চোখ বন্ধ করে শুয়ে পড়েন সালমান। তখন বোন অর্পিতা খান শর্মার কাধে চোখ বন্ধ করে শুয়ে পড়েন সালমান।
ভিডিওতে দেখা যাচ্ছে, কোনও একটি অনুষ্ঠানে হাজির হয়েছেন বলিউড তারকারা। সেখানেই ক্যাটরিনাকে মজার ছলে বিয়ের প্রস্তাব দেন রাজি অভিনেতা বিকি কৌশল। সেখানে উপস্থিত ছিলেন সালমান খানও। বিয়ের প্রস্তাব শুনে হেসে ফেলেন সালমান।
জিনিউজের প্রতিবেদনে বলা হয়, ক্যাটরিনা কাইফের বিয়ের প্রস্তাব দিয়ে বিকি যে একেবারেই মজা করেননি, তা সাম্প্রতিককালে বেশ প্রমাণিত।
গত বছর দীপাবলির সময় থেকেই ক্যাটরিনা কাইফ এবং বিকি কৌশলের ছবি এবং ভিডিও নিয়ে গুঞ্জন শুরু হয়। ক্যাট-বিকির সঙ্গে কোথায়
যাচ্ছেন, কী করছেন, সবকিছু নিয়েই মানুষ উৎসাহী হয়ে পড়েন। কিন্তু যাবতীয় সমালোচনার মুখে পড়েও এ বিষয়ে কখনও মুখ খুলতে দেখা
যায়নি ক্যাটরিনাকে।
তবে বিকি কৌশল জানান, ভাল জিনিসকে সব সময় সামলে রাখতে হয়। আদতে তিনি ওই মন্তব্যের মাধ্যমে ক্যাটের কথাই বলছেন বলে মনে করে সিনে দুনিয়া।