1. admin@banglabahon.com : Md Sohel Reza :
দুই যুগ পর ঢাকাই সিনেমাতে মিঠুন
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৩০ অপরাহ্ন

দুই যুগ পর ঢাকাই সিনেমাতে মিঠুন

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশ: রবিবার, ২৬ মার্চ, ২০২৩
দুই যুগ পর ঢাকাই সিনেমাতে মিঠুন
অভিনেতা মিঠুন চক্রবর্তী

দু্ই যুগ পর ঢাকাই সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন ভারতীয় বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তী। সিনেমার নাম ‘হিরো’। আবদুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা কামরুজ্জামান রোমান।

আবদুল্লাহ জহির বাবু বলেন, ‘আমার লেখক জীবনের দারুণ একটা উল্লেখযোগ্য দিন আজ রোববার। উপমহাদেশের বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব ও নায়ক মিঠুন চক্রবর্তী আমার লেখা “হিরো” সিনেমার ন্যারেশন শুনে বললেন- ব্রিলিয়ান্ট, দারুণ! এই সিনেমা আমি করব। ধন্যবাদ এইচ কে এস ফিল্মস আমাকে এই সুযোগটা করে দেয়ার জন্য। ধন্যবাদ পরিচালক কামরুজ্জামান রোমানকে আমার উপর বিশ্বাস রাখার জন্য। বাকি তারকা নির্বাচন চূড়ান্ত হবার পর আনুষ্ঠানিক ঘোষণা আসছে।’

এ প্রসঙ্গে নির্মাতা কামরুজ্জামান রোমান বলেন, ‘মিঠুন দার সঙ্গে কাজের ব্যাপারে চূড়ান্ত কথা হয়েছে। তিনি সিনেমার গল্পটি শুনে ভীষণ পছন্দ করেছেন। শিগগিরই আমরা তাকে চুক্তিবদ্ধ করব। তিনি কাজ করবেন এটি শতভাগ নিশ্চিত। আগামী অক্টোবর অথবা নভেম্বরে শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। বাকি শিল্পীদের চূড়ান্ত করে শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানাব।’

বাংলাদেশের ছেলে মিঠুন চক্রবর্তী। তবে বলিউড ও টালিউডের ‘দাদা’ তিনি। আর সেখানের সিনেমাতেই ব্যস্ত আছেন এই অভিনেতা। ১৯৮৭ সালে শক্তি সামন্ত পরিচালিত যৌথ প্রযোজনার সিনেমা ‘অবিচার’র মাধ্যমে প্রথম ঢাকাই সিনেমার সঙ্গে যুক্ত হন মিঠুন। এর ২৩ বছর পর আমজাদ হোসেনের ‘গোলাপি এখন বিলাতে’ সিনেমাতে অভিনয় করেন তিনি। এরপর আর ঢাকাই সিনেমায় তাকে দেখা যায়নি।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!