1. admin@banglabahon.com : Md. Sohel Reza :
মহামারীতে জাতি হিসেবে বিভক্তি কাম্য নয়: কাদের
বুধবার, ৩১ মে ২০২৩, ১০:২৭ অপরাহ্ন

মহামারীতে জাতি হিসেবে বিভক্তি কাম্য নয়: কাদের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
সড়ক ও সেতু মন্ত্রী এবং আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের এই মহামারিতে জাতি হিসেবে আমাদের বিভক্তি কোন ভাবেই কাম্য নয়।
তিনি বলেন, ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলে ঘরে বসেই করোনার মোকাবেলা করতে হবে।

ওবায়দুল কাদের শুক্রবার সকালে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন।

এই সংকটে চিকিৎসক,নার্স আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী ও গণমাধ্যম এবং প্রশাসনসহ যারা মাঠে কাজ করছে তাদের ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ লড়াইয়ে পরস্পর পরস্পরকে সুরক্ষা না দিলে নিজেদের সুরক্ষাই হুমকির মুখে পড়বে।

ডাক্তার মঈনুদ্দিনের মৃত্যুতে মির্জা ফখরুলের বক্তব্য অহেতুক দেশের স্বাস্থ্য ব্যবস্হার সমালোচনা করা,যা মোটেই সমুচিত নয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। করোনাভাইরাসের কারনে দিবসটি পালনের আনুষ্ঠানিকতা না করলেও চেতনা ও বিশ্বাসে দিনটির তাৎপর্য চিরভাস্বর বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৩।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!