1. admin@banglabahon.com : Md Sohel Reza :
ব্যাংক কর্মীদের পালাক্রমে অফিসে যাওয়ার নির্দেশ
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:১২ পূর্বাহ্ন

ব্যাংক কর্মীদের পালাক্রমে অফিসে যাওয়ার নির্দেশ

অর্থনীতি প্রতিবেদক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
Bangladesh_Bank

মহামারি করোনা সংক্রমণ ঠেকাতে ব্যাংকগুলোকে খুব দ্রুত অফিসসূচিতে পরিবর্তন এনে পালাক্রমে কর্মীদের অফিসে গিয়ে কাজ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে, ব্যাংকের শাখা কতজন কর্মী দিয়ে পরিচালনা হবে সে বিষয়ে কোনো সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি। এক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী কর্মীসংখ্যা নির্ধারণ করতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বুধবার বাংলাদেশ ব্যাংক একটি নোটিশ জারি করে এ নির্দেশনা দেয়।

নির্দেশনাটি অন্তত আগামী কয়েক সপ্তাহ পর্যন্ত কার্যকর থাকবে।

গত বছরের মার্চ মাসে দেশে করোনাভাইরাস সংক্রমণের শুরুর দিকেই বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং খাতের জন্য বিকল্প অফিস সূচি চালুর নির্দেশনা দেয়। তবে, কোভিড সংক্রমণের কমে যাওয়ার পর নির্দেশনাটি প্রত্যাহার করা হয়েছিল।

এ বছর মার্চ থেকে সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার আবারও অর্ধেক কর্মীদের দিয়ে বিকল্প ব্যবস্থায় অফিস পরিচালনার নির্দেশনা দিয়েছে।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!