1. admin@banglabahon.com : Md Sohel Reza :
ফরাসি রণতরীর ৭০০ নাবিক করোনায় আক্রান্ত
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০১:৪৫ পূর্বাহ্ন

ফরাসি রণতরীর ৭০০ নাবিক করোনায় আক্রান্ত

বিদেশ ডেস্ক:
  • প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

ফ্রান্সের বিমানবাহী রণতরী শার্ল দ্য গলের প্রায় ৭০০ নাবিক করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, শার্ল দ্য গলের এক হাজার ৭৬৭ জন নাবিকের করোনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে অন্তত ৬৬৮ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে।

এতে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে ‘৩১ জনকে বুধবার হাসপাতালে পাঠানো হয়েছে। আরও পরীক্ষা করা হচ্ছে।’

বাল্টিক সাগরে ইউরোপীয় নৌবাহিনীর সঙ্গে মহড়া শেষে দুই সপ্তাহ আগে রণতরীটি ফ্রান্সের তৌলুনে ফিরে আসে। এরপরই ৪০ নাবিকের মধ্যে করোনায় আক্রান্তের লক্ষণ পাওয়া যায়। অসুস্থ নাবিকদের রণতরীতেই কঠোর নজরদারির মধ্যে রাখা হয়। অন্যদের করোনা শনাক্তের জন্য সেখানে চিকিৎসকদের একটি দল পাঠানো হয়।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৩।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!