1. admin@banglabahon.com : Md Sohel Reza :
চিত্রনায়িকা শাবনূরকে নিয়ে গুজব
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০২:০৩ পূর্বাহ্ন

চিত্রনায়িকা শাবনূরকে নিয়ে গুজব

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে চিত্রনায়িকা শাবনূর- এমন একটি খবর গত দুই দিন ধরে সোশ্যাল মিডিয়ায় বেশ চাউর ছিল; কিন্তু বিষয়টি গুজব বলেই উড়িয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ায় অবস্থানরত এ চিত্রনায়িকা।

মুঠোফোনে তিনি যুগান্তরকে বলেন, ‘এটি সম্পূর্ণই গুজব। আমি সুস্থ আছি এবং নিরাপদে আছি।’

তিনি আরও বলেন, ‘এখন এসব গুজব ছড়ানোর সময় নয়। যারা এসব করছেন তারা অমানুষ। নিশ্চিত না হয়ে কারও অসুস্থতার খবরই জানানো উচিত নয়।

এখন সবার জন্য সবার দোয়া করার সময়।’ তবে করোনাভাইরাসের প্রকোপ প্রসঙ্গে শাবনূর বলেন, ‘অস্ট্রেলিয়াতেও এ ভাইরাসের প্রকোপ অনেক বেশি।

কতক্ষণ ভালো থাকা যাবে তা জানি না। তবে আমি এবং আমার পরিবারের সবাই এখন পর্যন্ত ভালো আছি। গৃহবন্দি হয়ে আছি। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছি না। এক সপ্তাহের বাজার একবারে করে নিয়ে আসছি। এখানে আমার অনেক আত্মীয়রা থাকেন। নিজেদের লোকজন ছাড়া কেউ কারও বাড়িতে যাচ্ছি না।’ প্রসঙ্গত, বর্তমানে ছেলেকে নিয়ে অন্য ভাইবোনদের সঙ্গে অস্ট্রেলিয়াতেই স্থায়ীভাবে বসবাস করছেন এ নায়িকা।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৩।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!