1. admin@banglabahon.com : Md Sohel Reza :
২৩ হাজার টাকা ঋণ মাথায় নিয়ে প্রতিটি শিশুর জন্ম: রিজভী
মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৪:০৩ অপরাহ্ন

২৩ হাজার টাকা ঋণ মাথায় নিয়ে প্রতিটি শিশুর জন্ম: রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
ফাইল ছবি: রুহুল কবির রিজভী

সরকারের ঋণ গ্রহণের দিকে ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজকে যে শিশু জন্মগ্রহণ করছে, ২৩ হাজার টাকার বেশি ঋণ মাথায় নিয়ে সে জন্মগ্রহণ করছে।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরের সালনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘আমরা যারা বিরোধী রাজনীতি করি, আমরা রাতে ঘুমাতে পারি না। আমাদের অবস্থা- জলে কুমির ডাঙায় বাঘ। তারপরও আমরা বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়াই।’

এ সময় তিনি বলেন, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কার মধ্যে বেকারত্বের হার বাংলাদেশে বেশি। উন্নয়ন তো হবে মানুষের কর্মসংস্থানের জন্য। দু-একটা ফ্লাইওভার দেখিয়ে উন্নয়ন দেখাচ্ছে।’

‘আপনারা জানেন- আজকে যে শিশু জন্মলাভ করছে, ২৩ হাজার টাকার ওপরে ঋণ নিয়ে সে জন্মগ্রহণ করছে?’ প্রশ্ন রিজভীর।

এ সময় তিনি বলেন, ‘হঠাৎ করে একটি টেলিভিশনের সংবাদে দেখলাম বাংলাদেশ ব্যাংকের রাজস্ব থেকে ১ লাখ ৬২ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। তারপর সরকারের পক্ষ থেকে মিডিয়ার ওপর চাপ প্রয়োগ করে ওই সংবাদটি বন্ধ করে দেওয়া হয়েছে।’

এই ঘটনাটি প্রচার করলে সরকারের রুই, কাতলা, মৃগেল সব বেরিয়ে পড়বে। এই কারণে গোয়েন্দারা চাপ দিয়ে সংবাদটির প্রচার বন্ধ করে দিয়েছেন। যতটুকু প্রচার হয়েছে. তাতেই বোঝা গেছে থলের বিড়ালটি কী অবস্থায় রয়েছে’ যোগ করেন বিএনপি মুখপাত্র।

তিনি বলেন, এই তথাকথিত উন্নয়নের নামে লোপাট করেছেন, দিনের ভোট রাতে করেছেন, ভোটারদের ভোট দিতে দেননি। আপনারা উন্নয়নের কথা বলছেন, এই উন্নয়নের টাকা জনগণের কাছে যায়নি, গেছে আপনাদের সম্রাট-খালেদ-শামীম আর মন্ত্রী-এমপিদের কাছে।’

‘তারা এই উন্নয়নের টাকা লোপাট করে মালয়েশিয়া, কানাডায় বাড়ি বানিয়েছেন। জনগণ এই সরকারের কাছে কোনো উপকারই পায়নি’ যোগ করেন রিজভী।

গাজীপুর মহানগর বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের সভাপতিত্বে মহানগর বিএনপি যুগ্ম-সম্পাদক কাউন্সিলর তানবীর আহমেদের সঞ্চালনায় মহানগর বিএনপি নেতা মঞ্জুরুল করিম রনির উদ্যোগে শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!