1. admin@banglabahon.com : Md Sohel Reza :
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কাছে ৬ সুপারিশ
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:০৩ অপরাহ্ন

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কাছে ৬ সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: সোমবার, ৫ এপ্রিল, ২০২১

দেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কাছে ৬ টি সুপারিশ করেছেন ৬৭ নাগরিক।

রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই সুপারিশগুলো তুলে ধরা হয়। এতে বলা হয়, যত মানুষ অসুস্থ হচ্ছেন সেই অনুযায়ী টেস্ট করার ব্যবস্থা নেই বলে টেস্ট করার স্থানে ভিড় বাড়ছে, অসুস্থ মানুষদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে সিট নেই, আইসিইউর অভাব প্রচণ্ড, অক্সিজেন সরবরাহ সীমিত, ডাক্তার নার্সসহ স্বাস্থ্যকর্মীদের জন্যও চাপ নেয়া সম্ভব হচ্ছে না।

তাদের মতে, এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকানোর প্রধান উপায় হলো- সংক্রমণ যাতে আর না ছড়িয়ে পড়ে তার জন্য সকল দিক থেকে উদ্যোগ গ্রহণ।

এর জন্য সকল নাগরিককে যেমন স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে যত্নশীল হতে হবে তেমনি সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে করোনা সংক্রমণ বৃদ্ধির গতিনিয়ন্ত্রণ করা যায়।

করোনা সংক্রমণের ভয়াবহ ঊর্ধ্বগতি ঠেকানোর জন্য সরকারের করণীয় হলো:

(১) কমপক্ষে দুই সপ্তাহের জন্য সকল প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা

(২) সকল ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, সভা সমাবেশ, বিবাহ ইত্যাদি দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা

(৩) কক্সবাজার সেন্ট মার্টিনসহ সকল পর্যটন এলাকা দুই সপ্তাহের জন্য বন্ধ রাখা।

(৪) হাসপাতালগুলোতে শয্যাসংখ্যা ও আইসিইউ ব্যবস্থা সম্প্রসারণের জন্য ত্বরিত ব্যবস্থা গ্রহণ।

(৫) বিদেশ থেকে আগত যাত্রীদের কোয়ারেন্টিন কার্যকর করা।

(৬) শ্রমজীবী মানুষদের জন্য দুই সপ্তাহের খাদ্য নিশ্চিত করা।

বিবৃতিতে স্বাক্ষর প্রদানকারী নাগরিকেরা হলেন- ডা. মো. হারুন অর রশিদ অধ্যাপক, মেডিসিন সদস্য, ডক্টরস ফর পিপলস হেলথ; আনু মুহাম্মদ, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; তানজিম উদ্দীন খান, অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়; মোশাহিদা সুলতানা, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়; অনুপ কণ্ডু,সদস্য, ইউসিএলবি,ঢাকা মহানগর কমিটি; জাকারিয়া হাবিব রাজু, সদস্য, ঢাকা সিটি কমিটি, ইউনাইটেড কমিউনিস্ট লিগ অব বাংলাদেশ; বীথি ঘোষ, শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠক; অমল আকাশ, শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক; রেবেকা সুলতানা, শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠক; মারজিয়া প্রভা, অ্যাকটিভিস্ট এবং নারী অধিকার কর্মী; মানেকা ফাল্গুনী রশীদ, ৫ম বর্ষ,ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ; ফিরোজ আহমেদ, সদস্য, রাজনৈতিক পরিষদ গণসংহতি আন্দোলন; জান্নাতুল মাওয়া, আলোকচিত্রী শিক্ষক, পাঠশালা; দিদারুল ভূঁইয়া, সদস্য, রাষ্ট্রচিন্তা; ফারুক ওয়াসিফ, লেখক; ওমর তারেক চৌধুরী, লেখক-অনুবাদক; সায়েমা খাতুন, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; সুজিত চৌধুরী; গোলাম মোস্তফা, সভাপতি, বাংলাদেশ ছাত্র ফেডারেশন; মো. কামরুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগ অধ্যাপক; জাকিয়া সুলতানা মুক্তা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ, বাংলা বিভাগ, সহকারী অধ্যাপক; আরিফুজ্জামান রাজীব, বশেমুরবিপ্রবি, ইটিই, সহকারী অধ্যাপক; মির্জা তাসলিমা সুলতানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান, অধ্যাপক; রুশাদ ফরিদী ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ সহকারী অধ্যাপক; মাইদুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগ সহকারী অধ্যাপক; ফাহমিদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অধ্যাপক; মোহাম্মদ আলমগীর, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইংরেজি প্রভাষক; মাহবুব মুর্শিদ, ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলা, অধ্যাপক; রাইসুল সৌরভ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আইন, সহকারী অধ্যাপক; সুবর্ণা মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যোগাযোগ ও সাংবাদিকতা, সহকারী অধ্যাপক; আবুল ফজল, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলা, সহকারী অধ্যাপক; সাঈদ ফেরদৌস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নৃবিজ্ঞান বিভাগ, অধ্যাপক; শর্মি হোসেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইংরেজি ও আধুনিক ভাষা, প্রভাষক; রেজওয়ানা করিম স্নিগ্ধা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা, নৃবিজ্ঞান বিভাগ, সহকারী অধ্যাপক; কাজী ফরিদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গ্রামীণ সমাজবিজ্ঞান, সহযোগী অধ্যাপক; কাজলী সেহরীন ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় , গণযোগাযোগ ও সাংবাদিকতা, সহকারী অধ্যাপক; শাফিনূর নাহার, ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম ইংরেজি ভাষা ও সাহিত্য, প্রভাষক; মানস চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নৃবিজ্ঞান বিভাগ, অধ্যাপক, তাসনীম সিরাজ মাহবুব, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইংরেজি, সহযোগী অধ্যাপক; মাহমুদা আকন্দ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, দর্শন, সহযোগী অধ্যাপক; প্রিয়াংকা কণ্ডু, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, গণযোগাযোগ ও সাংবাদিকতা, প্রভাষক; শামস্ আরা খাঁন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফার্মেসী, সহকারী অধ্যাপক; সৌভিক রেজা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ, অধ্যাপক; কাজী মসিউর রহমান, বশেমুরবিপ্রবি, গোপালগঞ্জ, ইংরেজি, সহকারী অধ্যাপক; কাজী শুসমিন আফসানা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নাট্যকলা, সহযোগী অধ্যাপক; আরাফাত রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক সম্পর্ক, প্রভাষক; আর রাজী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যোগাযোগ ও সাংবাদিকতা, সহকারী অধ্যাপক, আবদুল্লাহ হারুন চৌধুরী, খুলনা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক; নাসির আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইংরেজী, অধ্যাপক; কামাল চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়, ক্লিনিক্যাল সাইকোলজী বিভাগ, সহযোগী অধ্যাপক; শেহরীন আতাউর খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইংরেজি বিভাগ, সহকারী অধ্যাপক; তাসমিয়াহ তাবাসসুম সাদিয়া, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, আন্তর্জাতিক সম্পর্ক, প্রভাষক; সারা জামান, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইংরেজি, প্রভাষক; পারভীন জলী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইতিহাস বিভাগ, সহযোগী অধ্যাপক; মো. সাদেকুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সমাজ বিজ্ঞান অনুষদ, সহকারী অধ্যাপক; সিত্তুল মুনা হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা, দর্শন, অধ্যাপক; কাজী রবিউল আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নৃবিজ্ঞান, সহযোগী অধ্যাপক; হানিয়্যুম মারিয়া খান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, প্রভাষক; সুস্মিতা চক্রবর্তী, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফোকলোর, অধ্যাপক; গীতি আরা নাসরীন, ঢাকা বিশ্ববিদ্যালয়, গণযোগাযোগ ও সাংবাদিকতা, অধ্যাপক; অর্পিতা শামস মিজান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্রিস্টল বিশ্ববিদ্যালয়, আইন, সহকারী অধ্যাপক; আসিফ মোহাম্মদ শাহান, ঢাকা বিশ্ববিদ্যালয়, উন্নয়ন অধ্যয়ন, সহযোগী অধ্যাপক; মোহাম্মদ মজিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, সহযোগী অধ্যাপক; মাসউদ ইমরান মান্নু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ‍্যালয়, প্রত্নতত্ত্ব বিভাগ অধ্যাপক; মাহমুদুল সুমন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নৃবিজ্ঞান, অধ্যাপক; গৌতম রায, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, সহকারী অধ্যাপক; খন্দকার আশরাফুল মুনিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অর্থনীতি, অধ্যাপক।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!