1. admin@banglabahon.com : Md Sohel Reza :
চীনে হোটেল ধস, নিহত ১৭
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০১:৫৮ পূর্বাহ্ন

চীনে হোটেল ধস, নিহত ১৭

বিদেশ ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১৪ জুলাই, ২০২১
Hotel_Collapse_in_China

চীনের সুজৌ শহরের একটি হোটেল ধসে পড়ায় ১৭ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। ধংসস্তূপের ভেতর উদ্ধারকারীরা ২৩ জনকে খুঁজে পান। এর মধ্যে ছয়জন জীবিত ছিলেন বলে বিবিসি জানিয়েছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, হোটেল মালিক ভবনের কাঠামো পরিবর্তন করতে চাইলে এই দুর্ঘটনা ঘটে।

গত কয়েক বছরে ভবনটি বার কয়েক সংস্কার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ আছে।

রেড স্টার নিউজকে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘ভবনটিতে মাত্র তিনটি ফ্লোর ছিল। কিন্তু কয়েক বছরে ফ্লোর আরও বাড়ানো হয়েছে।’

প্রদেশ সরকার জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িতদের অপরাধী আইনে বিচার করা হবে।

সিজি কাইউয়ান নামের হোটেলটি ধসে পড়ে স্থানীয় সময় সোমবার বিকেলের দিকে। খবর পেয়ে সেখানে ছুটে আসেন ৬০০ উদ্ধারকর্মী।

প্রথমে বলা হয়, ভবনটিতে ১৮ জন মানুষ আছেন। পরে জানা যায় অনিবন্ধিত হিসেবে আরও ছয়জন বসবাস করছেন।

এর মধ্যে ছয় জন বেঁচে আছেন, পাঁচজন আহত হয়েছেন। এক জন সুস্থ আছেন।

চীনে সাম্প্রতিক সময়ে কয়েকটি ভবনে দুর্ঘটনা ঘটল। এর জন্য দুর্বল নির্মাণ কাজকে দায়ী করা হচ্ছে।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৩।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!