1. admin@banglabahon.com : Md. Sohel Reza :
হাসপাতাল ভর্তি না নিলে অধিদপ্তরে ফোন করার নির্দেশ
রবিবার, ২৮ মে ২০২৩, ০৯:৫০ অপরাহ্ন

হাসপাতাল ভর্তি না নিলে অধিদপ্তরে ফোন করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
স্বাস্থ্য অধিদপ্তর
ছবি: স্বাস্থ্য অধিদপ্তর।

করোনাভাইরাসে আক্রান্ত কোনো মুমূর্ষু রোগীকে সরকারি বা বেসরকারি হাসপাতাল ভর্তি না নিলে তাদের ফোন করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সরকারি বা বেসরকারি হাসপাতালগুলোকে এ নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়।

এতে বলা হয়, ‘সরকারি বা বেসরকারি হাসপাতালে কোনো মুমূর্ষু কভিড-১৯ রোগে আক্রান্ত বলে যদি সন্দেহ হয় এবং কোনো কারণে যদি তাকে উক্ত হাসপাতালে ভর্তি করানো সম্ভব না হয়, সে ক্ষেত্রে উক্ত রোগীকে অপেক্ষমাণ রেখে স্বাস্থ্য অধিদপ্তরের কভিড-১৯ সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের নিম্নোক্ত চারটি নম্বরের যে কোনোটিতে ফোন করে উক্ত রোগীর চিকিৎসা বা ভর্তি সংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ পরামর্শ গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো। নিয়ন্ত্রণ কক্ষ থেকে উক্ত রোগীর ভর্তি বা চিকিৎসা বিষয়ে করণীয় সমন্বয় করা হবে’।

এতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সম্মতি দিয়েছেন বলেও উল্লেখ করা হয়।

নম্বরগুলো হলো- ০১৩১৩৭৯১১৩০, ০১৩১৩৭৯১১৩৮, ০১৩১৩৭৯১১৩৯, ০১৩১৩৭৯১১৪০।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৩।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!