1. admin@banglabahon.com : Md Sohel Reza :
টিকা সংগ্রহ-বিতরণে সরকার ব্যর্থ: ফখরুল
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:৫৯ অপরাহ্ন

টিকা সংগ্রহ-বিতরণে সরকার ব্যর্থ: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: শনিবার, ১৪ আগস্ট, ২০২১
ছবি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। -গুগল

করোনাভাইরাসের (কভিড-১৯) টিকা নিয়ে সরকার অপরাজনীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, টিকা সংগ্রহ ও বিতরণে সরকার ব্যর্থ হয়েছে।

নিজেদের অপারগতা ঢাকতে বিএনপির প্রতি অভিযোগ করা হচ্ছে বলেও দাবি দলটির মহাসচিবের। বিধি-নিষেধ তুলে নেয়া প্রসঙ্গে তিনি বলেন, বিশেষজ্ঞ কমিটির পরামর্শ উপেক্ষা করে সবকিছু খুলে দেয়া হয়েছে।

লকডাউনে দরিদ্র মানুষদের খাবারের ব্যবস্থা করতে সরকার পারেনি বলেও দাবি করেন মির্জা ফখরুল।

এছাড়া তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ কেবল নতুন বড় বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত, যেন পকেট ভারী করতে পারে। জনমানুষের দিকে তাদের নজর নেই।

শুক্রবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান দলের মহাসচিব।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৩।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!