1. admin@banglabahon.com : Md Sohel Reza :
আজও সন্ধান মিলেনি যমুনায় নিখোঁজ পর্যটকের
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন

আজও সন্ধান মিলেনি যমুনায় নিখোঁজ পর্যটকের

মানিকগঞ্জ সংবাদদাতা
  • প্রকাশ: শনিবার, ২১ মে, ২০২২

আজও মিলেনি মানিকগঞ্জে যমুনা নদীতে নিখোঁজ নাসা গ্রুপের জেনারেল ম্যানেজার আশ হাবিবের (৪৩) সন্ধান । সকাল থেকেই তাঁর সন্ধান চালিয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ।

গতকাল দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ নদী রক্ষা বাধে স্ত্রী ও পুত্র সঙ্গে নিয়ে বেড়াতে এসে সাঁতারে নেমে নিখোঁজ হন তিনি।

পুরনো ছবি: আশ হাবিব

আরিচা কাম পাটুরিয়া ঘাট ফায়ার সার্ভিস স্টেশনের অপারেশন অফিসার মজিবুর রহমান জানান, গতকাল রাতে নদীতে অভিযান চালানো সম্ভব হয়নি। আজ সকাল থেকে একটানা বিকাল চারটা পর্যন্ত ডুবুরি দল অভিযান চালিয়েছে।

কোন সন্ধান মিলেনি। এ ব্যাপারে নদী তীরবর্তী এলাকায় জনসাধারণকে মাইকিং করে জানানো হয়েছে। ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ নদীতে টহল অব্যাহত রেখেছে।

এর আগে হাবিবের স্ত্রী শামীমা নাসরিন জানিয়েছেন, ঘটনার দিন পুত্র অহন (১০) কে সঙ্গে নিয়ে তারা প্রাইভেটকারে আড়াইটার দিকে এখানে বেড়াইতে আসেন। ড্রাইভার আলামিনকে খাদ্য দ্রব্য কেনার জন্য জাফরগঞ্জ বাজারে পাঠান।

এরপর স্ত্রী ও ছেলেকে নদীর পাড়ে বসিয়ে নদীতে সাঁতার কাটতে নেমে ডুবে যান। পুলিশ ও ফায়ার সার্ভিসে খরবর দেওয়া হয়।

আশ -হাবিবের নিখোঁজের খবর পেয়ে সহকর্মী ও আত্নীয়-স্বজনরাও ঘটনাস্থলে ছুটে এসেছেন। তারাও উদ্ধার তৎপরতায় সম্পৃক্ত থেকে খোঁজ-খবর নিয়েছেন।

ঢাকার আশুলিয়া ঘোষবাগস্থ পোষাক তৈরি কারখানায় কর্মরত ছিলেন হাবিব। থাকতেন সাভারের রেডিও কলোনি এলাকায়। বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি গ্রামে প্রয়াত আজিজুর রহমানের পুত্র তিনি।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!