1. admin@banglabahon.com : Md Sohel Reza :
সব দলের অংশগ্রহণে ভোটের আশা সিইসি'র
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন

সব দলের অংশগ্রহণে ভোটের আশা সিইসি’র

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণে একটি সুন্দর ভোট হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

শুক্রবার বিকালে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে সভার আগে সাংবাদিকদের কাছে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম চট্টগ্রাম সফরে আসা কাজী হাবিবুল আউয়ালের কাছে জানতে চাওয়া হয় সব দলকে নিয়ে নির্বাচন আয়োজনের বিষয়ে কী ভাবছেন।

জবাবে সিইসি বলেন, ‘আমাদের যা বক্তব্য, আমরা আগেই আপনাদের জানিয়েছি। নতুন করে বলার কিছু নেই। আমাদের কাজ নির্বাচন আয়োজন করা, শুধু জাতীয় সংসদ নির্বাচন না সব নির্বাচন। লোকাল বডির যে নির্বাচন আছে সেগুলোসহ সব আয়োজন করা। আমাদের কাজ হচ্ছে, আমাদের ওপর যে দায়িত্ব তা সংবিধান অনুযায়ী ও আইনের আলোকে আমাদের সাধ্যমতো সকলের সহযোগিতা নিয়ে নির্বাচনগুলো করা। তা লোকাল গভর্নমেন্ট নির্বাচন হোক বা জাতীয় সংসদ নির্বাচন হোক। আমরা আমাদের সাধ্যমতো আন্তরিকভাবে চেষ্টা করব।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে কিনা জানতে চাইলে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সেটা তো আমরা আশা করি। আশা করি ইনক্লুসিভ হবে। নির্বাচন ইনক্লুসিভ হলে সকলেই আনন্দিত হবে। নির্বাচনটা সুন্দর হবে। সকল দল অংশগ্রহণ করুক আমরা তো চাইবই সেটা।’

একটা বড় দল আপনাদের আহ্বানে এখনো সাড়া দেয়নি উল্লেখ করে সাংবাদিকেরা জানতে চাইলে সিইসি বলেন, ‘সেটা তো আমরা কিছু বলতে পারব না। আমরা চাইব সকল দল আসুক।’

ইভিএম সম্পর্কে অনেক অভিযোগ আছে সে বিষয়ে কী ভাবছেন প্রশ্ন করা হলে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘এখনো আমি বুঝে উঠতে পারিনি। আমরা পরে বলব।’

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া শেষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে বৈঠকে বসেন সিইসি। এর আগে দুপুরে চট্টগ্রামে আসেন তিনি।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!