1. admin@banglabahon.com : Md Sohel Reza :
সংবাদমাধ্যমের স্বাধীনতায় ‘রেড জোনেই’ বাংলাদেশ
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন

সংবাদমাধ্যমের স্বাধীনতায় ‘রেড জোনেই’ বাংলাদেশ

বিদেশ ডেস্ক:
  • প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা বিষয়ক ২০২০ সালের সূচক প্রকাশ করেছে ‘রিপোটার্স উইদাউট বডার্স’। তাতে গত বছরের তুলনায় এ বছর এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। আগের মতোই আছে ‘রেড জোন’-এ!

মঙ্গলবার প্রকাশিত সূচকে ১৮০টি দেশের তালিকায় ৪৯ দশমিক ৩৭ পয়েন্ট নিয়ে ১৫১তম স্থানে আছে বাংলাদেশ। গত বছর অবস্থান ছিল ১৫০।

তালিকায় ১১১তম স্থান থেকে ১৫৭তম স্থান পর্যন্ত ‘রেড জোন’ ধরা হয়েছে। এর তলানির দিকে অবস্থান বাংলাদেশের।

ভারত, পাকিস্তানের অবস্থানও রেড জোনে। গত বছর থেকে দুই ধাপ পিছিয়েছে ১৪২তম স্থানে আছে ভারত। তাদের চিরশত্রু পাকিস্তানের অবস্থান ১৪৫।

তুলনামূলক ভালোস্থানে আছে মায়ানমার, ১৩৯তম। অল্পের জন্য রেড জোন এড়াতে পারেনি নেপাল, দেশটি আছে ১১২তম স্থানে।

কালো তালিকায় আছে চীন। ৭৮ দশমিক ৪৮ পয়েন্ট নিয়ে ১৮০টি দেশের মধ্যে তাদের অবস্থান ১৭৭! একেবারে তলানিতে আছে উত্তর কোরিয়া।

কালো তালিকাভূক্ত থাকা উল্লেখযোগ্য দেশগুলো হলো- সৌদি আরব, সিঙ্গাপুর, ইরাক, মিশর,কিউবা।

প্রতিবাদ বিক্ষোভের সময় সাংবাদিকদের প্রতি সরকারি কর্তৃপক্ষগুলো কেমন আচরণ করে এর ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়েছে।

সূচকে শীর্ষস্থান ধরে রেখেছে নরওয়ে। গত বছরের মতো এবারও দ্বিতীয়স্থানে ফিনল্যান্ড। দুই ধাপ উন্নতি নিয়ে তৃতীয়স্থানে আছে ডেনমার্ক। চতুর্থস্থানে সুইডেন, পঞ্চমস্থানে নেদারল্যান্ডস।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!