1. admin@banglabahon.com : Md Sohel Reza :
রূপগঞ্জে অগ্নিকাণ্ডে লাশ সনাক্তে ৬৬ জনের নমুনা সংগ্রহ
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

রূপগঞ্জে অগ্নিকাণ্ডে লাশ সনাক্তে ৬৬ জনের নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: সোমবার, ১২ জুলাই, ২০২১
Death in factory fire
অগ্নিকাণ্ডে নিহতের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস সদস্যরা। আগের ছবি গুগল

নারায়ণগঞ্জের রূপগঞ্জের জুস কারখানার অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের শনাক্তে ৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

আগুনে পুড়ে শরীর বিকৃত হয়ে যাওয়ায় ৪৮টি লাশের পরিচয় এখনো জানা যায়নি। তাই লাশ শনাক্তে স্বজনদের নমুনা সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবের টিম।

সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে নমুনা সংগ্রহের কাজ শেষ করে সিআইডি।

সংবাদমাধ্যমকে সংস্থাটির ফরেনসিক ল্যাবের ডিএনএ পরীক্ষক দীপংকর দত্ত জানান, সর্বশেষ ৪৮ মরদেহের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার জন্য ৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এরপর নিহত বা নিখোঁজ কারো মা-বাবা অথবা স্বজন এলে সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরিতে যোগাযোগ করতে সিআইডির তরফ থেকে মর্গের সামনে নোটিশে জানানো হয়েছে। নোটিশে দুটি মোবাইল নম্বর (০১৬৭৩০১৬৯৭৩, ০১৭২৮২৫৬৬২৩) দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুডস লিমিটেডের কারখানার ছয়তলা একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রাণ হারান কারখানার ৫২ জন শ্রমিক-কর্মচারী।

ফায়ার সার্ভিস ও বেঁচে ফেরা শ্রমিকদের দেওয়া তথ্য মতে, ভবনের নিচতলায় প্রথমে আগুন লাগে। নিচতলায় ছিল ফয়েল প্যাকেটসহ বিভিন্ন কার্টন। এসব সহজেই দাহ্য হওয়ার কারণে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ভবনের অন্যান্য তলায়।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!