1. admin@banglabahon.com : Md Sohel Reza :
যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত ভারত ত্যাগের নির্দেশনা
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত ভারত ত্যাগের নির্দেশনা

বিদেশ ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
ছবি: এএফপি

করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীর ভয়াবহ অবনতিশীল পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের যত দ্রুত সম্ভব ভারত ত্যাগ করার নির্দেশনা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ও পররাষ্ট্র দপ্তর পৃথক নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায় ভারতের ক্ষেত্রে চার মাত্রার সতর্কবার্তা প্রকাশ করেছে যা কোনো দেশ ভ্রমণ বা মার্কিন নাগরিকদের কোনো দেশ ত্যাগ করার জন্য যুক্তরাষ্ট্র সরকারের সর্বোচ্চ সতর্কবার্তা।

করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতিতে ভারতে চিকিৎসার সুযোগ খুব সীমিত হয়ে এসেছে। এ অবস্থায় ভারতে থাকা অনেক মার্কিন নাগরিক চিকিৎসা গ্রহণের সুযোগ পাচ্ছে না বলে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানায়।

ওয়ার্ল্ডো মিটারের শুক্রবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৩ লাখ ৮৬ হাজার ৮৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩ হাজার ৫০১ জন।

এ নিয়ে ভারতে করোনার মোট সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৮৭ লাখ ৫৫ হাজারে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৮ হাজার ৩১৩ জন।

এদিকে ভারতকে দেওয়া যুক্তরাষ্ট্রের কভিড-১৯ সহায়তার প্রথম চালান শুক্রবার দেশটিতে পৌঁছেছে।

চার শতাধিক অক্সিজেন সিলিন্ডার এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম নিয়ে সামরিক বাহিনীর একটি সুপার গ্যালাক্সি পরিবহন বিমান ভারতে পৌঁছায় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!