1. admin@banglabahon.com : Md Sohel Reza :
মার্কিন কংগ্রেস ভবনে হামলার চেষ্টা, নিহত ২
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১০:০১ অপরাহ্ন

মার্কিন কংগ্রেস ভবনে হামলার চেষ্টা, নিহত ২

বিদেশ ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ৩ এপ্রিল, ২০২১

যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে হামলার একটি চেষ্টা ব্যর্থ করে দেয়া হয়েছে। এ ঘটনায় দু’জন নিহত হয়েছে।

ভয়েস অব আমেরিকা জানায়, ভবনে বাইরে এক গাড়ি চালক সজোরে ব্যারিকেডে ধাক্কা দিলে দুই ক্যাপিটল পুলিশ কর্মকর্তা আহত হন। পরে একজন হাসপাতালে মারা যান। পুলিশের গুলিতে আক্রমণকারীও নিহত হন।

ওয়াশিংটনের কনস্টিটিউশন অ্যাভিনিউতে ক্যাপিটল ভবনের সেনেট দিকের একটি নিরাপত্তা চৌকিতে শুক্রবার এ ঘটনা ঘটে।

এর আগে গত ৬ জানুয়ারি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুসারীরা ক্যাপিটলের ভেতরে হামলা করে।

ক্যাপিটল পুলিশ জানায়, শুক্রবার সন্দেহভাজন এক ব্যক্তি সজোরে ওই বেষ্টনীতে ধাক্কা দেওয়ার পর ছুরি হাতে গাড়ি থেকে বেরিয়ে আসে। তাকে তৎক্ষণাৎ আটক করা হয়।

স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় সন্দেহভাজন ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

তবে আক্রমণকারীর নাম বা পরিচয় এখনো জানা যায়নি।

এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান রবার্ট কনটে বলেছেন, এখন পর্যন্ত এই হামলাকে সন্ত্রাসবাদের ঘটনা বলে মনে হচ্ছে না।

ঘটনার পরপরই ক্যাপিটল ভবন এলাকায় আবারও ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে।

জানুয়ারির ট্রাম্পপন্থী সমর্থকদের দাঙ্গার পর থেকে ক্যাপিটলকে নিশ্ছিদ্র নিরাপত্তার বেষ্টনীতে রাখা হয়েছে।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৩।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!