1. admin@banglabahon.com : Md Sohel Reza :
কুমিল্লায় মাদক ব্যবসায়ীদের গুলিতে সাংবাদিক নিহত
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

কুমিল্লায় মাদক ব্যবসায়ীদের গুলিতে সাংবাদিক নিহত

কুমিল্লা সংবাদদাতা
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
মহিউদ্দিন সরকার নাইম

কুমিল্লার বুড়িচং উপজেলার শঙ্কুচাইল সীমান্তে বুধবার রাতে মাদক ব্যবসায়ীদের গুলিতে সাংবাদিক মহিউদ্দিন সরকার নাইম (২৮) নিহত হয়েছেন।

অলুয়া গ্রামের মোশাররফ সরকারের ছেলে নাইম বুড়িচং প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় ডাক প্রতিদিনের কর্মরত ছিলেন। এর আগে আনন্দ টিভিতে কাজ করেছেন।

পুলিশ ও সহকর্মীরা জানায়, তথ্য সংগ্রহে ওই স্থানে গেলে হায়দারাবাদ নগর গ্রামের রাজুসহ মাদক কারবারিরা তাকে এলোপাতাথাড়ি গুলি করে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর হোসেন জানান, রাত সাড়ে ১০টার দিকে নাইমকে হাসপাতালে আনা হয়। তার শরীরে ৪-৫টি গুলির চিহ্ন রয়েছে।

স্বজনরা জানিয়েছে, বুধবার রাতে সংবাদ সংগ্রহের জন্য নাইম শঙ্কুচাইল সীমান্ত এলাকায় গেলে চিহ্নিত একটি মাদক সিন্ডিকেটের সদস্যরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। এর আগে নাইম ওই মাদক কারবারিদের বিরুদ্ধে স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ করেছিলেন। তার জেরেই তাকে হত্যা করা হতে পারে।

বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন জানান, ঘটনার তদন্ত করে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এদিকে সাংবাদিক নাইম হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

এক বিবৃতিতে সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় কমিটির সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান এ হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

সাংবাদিক নাইম হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির।

তিনি বলেন, নৃশংস এ হত্যাকাণ্ডে কুমিল্লার সাংবাদিকরা চরম ক্ষুদ্ধ ও আতঙ্কিত। অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!