1. admin@banglabahon.com : Md Sohel Reza :
গ্রিসে দাবানল নেভাতে গিয়ে বিমান বিধ্বস্ত
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:১২ পূর্বাহ্ন

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে বিমান বিধ্বস্ত

বিদেশ ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
Plane_Crashed

গ্রিসের পশ্চিমাঞ্চলীয় ইয়োনিয়ান দ্বীপে দাবানল নেভাতে গিয়েছে বিধ্বস্ত হয়েছে ফায়ার সার্ভিসের বিমান। তবে, এতে কেউ হতাহত হয়নি।

স্থানীয় সময় গত এই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির ফায়ার ব্রিগেডের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্মরণকালের ভয়াবহ তাপ দাহের কারণে গ্রিস ও তুরস্কে দাবানল দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে দাবানল দেখা দিচ্ছে। এটাও তারই অংশ। দাবানলে গ্রিসের পাইন বনের বিস্তীর্ণ এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। শত শত মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। চলমান দাবানল নিয়ন্ত্রণ করতে গিয়ে গ্রিসে ফায়ার সার্ভিসের বিমান বিধ্বস্ত হলো।

গ্রিসের বেসামরিক সুরক্ষা বিষয়ক উপমন্ত্রী নিকোস হার্দালিয়াস বলেন, ‘প্রবল বাতাসের কারণে দাবানল বনাঞ্চল থেকে সমুদ্রতীরবর্তী গ্রামের দিকে ধেয়ে আসছে। দাবানল নেভাতে ১৭টি দমকল বিমান কাজ করছে। তার মধ্যে একটি দুর্ঘটনার শিকার হয়েছে।’

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!