1. admin@banglabahon.com : Md Sohel Reza :
বারডেমের আইসিইউ লকডাউন, ৪ রোগীর করোনা শনাক্ত
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৭:১৩ অপরাহ্ন

বারডেমের আইসিইউ লকডাউন, ৪ রোগীর করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

আইসিইউতে চিকিৎসাধীন ৬০ বছর বয়সী এক প্রবীণের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হওয়া এবং পরবর্তীতে তার মাধ্যমে আইসিইউতে থাকা আরও তিন রোগীর করোনা পজিটিভ শনাক্ত হওযার পরিপ্রেক্ষিতে বারডেম হাসপাতাল কর্তৃপক্ষ আইসিইউ বন্ধের এই সিদ্ধান্ত নেয়।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (কন্ট্রোল রুম) ডা. আয়শা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।

বারডেম হাসপাতালের একজন পরিচালক জানান, একজন ভিআইপি রোগীকে ভর্তির পর তার কোভিড-১৯ ধরা পড়ে। রোগী ও তার স্বজনরা করোনার উপসর্গে বিষয়টি গোপন করেছে। এ রোগীর মাধ্যমে আরও তিনজনের করোনা সংক্রমণ ঘটেছে।

জানা গেছে, বুধবার হাসপাতালটির অন্তত ১০ জন ডাক্তারের করোনা পরীক্ষা করা হয়েছে। তারা এখন আইসোলেশনে আছেন। পরীক্ষার ফলাফল পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!