1. admin@banglabahon.com : Md Sohel Reza :
বঙ্গবন্ধুর জন্মদিনে প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন

বঙ্গবন্ধুর জন্মদিনে প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

আজ সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতি স্মরণে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর, তিন বাহিনীর চৌকস দল সশস্ত্র সালাম জানায়।

আজ ১০২ বছর পূর্ণ হলো বঙ্গবন্ধুর। তাঁর জন্মবার্ষিকী উদযাপনের সঙ্গে জাতীয় শিশু দিবস হিসেবেও পালিত হচ্ছে এই দিনটি।

স্মরণে ও উদযাপনে বঙ্গবন্ধুর জন্মদিন

বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপনের আনুষ্ঠানিকতা আজ প্রথম প্রহরেই শুরু হয়েছে। দিনভর থাকছে নানা আয়োজন। ‘টুঙ্গিপাড়া হৃদয়ে পিতৃভূমি’ প্রতিপাদ্য নিয়ে টুঙ্গিপাড়ায় কর্মসূচি আয়োজন করা হয়েছে।

দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

দেশের সকল মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দেশব্যাপী নেয়া হয়েছে বিশেষ প্রার্থনা কর্মসূচি।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে যাবেন। সেখাতে ফাতেহা পাঠ করবেন রাষ্ট্র ও সরকার প্রধান। বিকালে বঙ্গভবনে হবে বিশেষ মিলাদ।

শুক্রবার বেলা আড়ইটায় টুঙ্গিপাড়ায় আলোচনা সভা করবে আওয়ামী লীগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!