1. admin@banglabahon.com : Md Sohel Reza :
বইমেলায় জামান মনিরের ‘ব্যর্থ উপন্যাস’
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

বইমেলায় জামান মনিরের ‘ব্যর্থ উপন্যাস’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: শনিবার, ১২ মার্চ, ২০২২

অমর একুশের বইমেলায় বেহুলা বাংলা প্রকাশনী (৫২২-৫২৪ নম্বর স্টল) থেকে এসেছে জামান মনিরের গল্পগ্রন্থ ‘ব্যর্থ উপন্যাস’। প্রচ্ছদ এঁকেছেন সারাজাত সৌম। বইটির মূল্য ২২৫ টাকা। মেলা ছাড়াও উপন্যাসটি পাওয়া যাবে রকমারি ডটকমসহ অনলাইন প্ল্যাটফর্মে।

এ গল্পগ্রন্থে উঠে এসেছে মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দ-বেদনা। এই সময়কালের যাপনে যে প্রেম-বিশ্বাস-বিশ্বাসভঙ্গ আছে_ সেসব ছাপিয়েও এতে উঠে এসেছে মানুষের উদারতা, মাহাত্ম্য। মূলত লেখক যাপিত জীবনের নিগুঢ় সত্যকে ধারণ করেছেন লেখনীতে। প্রচ্ছন্নভাবে বর্তমান রাজনীতি ও সামাজিক প্রেক্ষাপটও এড়িয়ে যাননি। কৃষকের বলা গল্পে কিশোর হাতে হয়ে ওঠা উপন্যাস শেষ পর্যন্ত মিলে যায় ‘লাল সালু’র মজিদের সঙ্গে।

নানা ঘটনাপ্রবাহ শেষে যখন সেটি ছাপার অক্ষরে রূপ দিতে মনস্থির করে কিশোর, ততদিনে পাণ্ডুলিপি চলে যায় ভাঙারি দোকানে ব্যর্থ উপন্যাস হয়ে। আবার আরেক কিশোরের তেজে ঠিকই ঝানু আইনজীবী ভিন্ন পথে তার বাবাকে জামিন করান। ছোট ছোট গল্পে লেখক নানা বাস্তবতাকে সমুন্নত করেছেন, পাঠককে নাড়া দিতে বাধ্য। জামান মনিরের প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ ‘নাটক খোরের গল্প’।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!