1. admin@banglabahon.com : Md Sohel Reza :
ফেইসবুকের ভুল তথ্যে মানুষ মরছে: বাইডেন
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

ফেইসবুকের ভুল তথ্যে মানুষ মরছে: বাইডেন

বিদেশ ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ১৭ জুলাই, ২০২১
Joe_Biden_America
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

ফেইসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে করোনা এবং ভ্যাকসিন নিয়ে ভুল তথ্য প্রচার হওয়ায় মানুষ মারা যাচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেন, ‘তারা মানুষ মারছে…দেখুন, এই একটা মহামারীতে আমাদের অনেকেই ভ্যাকসিন নিচ্ছেন না। তারাই মানুষ মারছে।’

করোনার সময় তথ্যের সঠিক ব্যবহার নিয়ে আলোচনা গত বছর থেকে শুরু হয়। ফেইসবুক আলাদা প্রোগ্রাম চালু করেছে ভুয়া তথ্য ঠেকাতে। ভ্যাকসিন, করোনা সংক্রান্ত অধিকাংশ পোস্ট আটকে দিচ্ছে তারা।

বাইডেনের অভিযোগ অস্বীকার করে ফেইসবুকের একজন মুখপাত্র বলেছেন, ‘যে অভিযোগের সঙ্গে বাস্তবের মিল নেই তা নিয়ে আমরা বিচলিত নই। বাস্তবতা হল, ২ বিলিয়নের বেশি মানুষ ফেইসবুকের মাধ্যমে কভিড-১৯ এবং ভ্যাকসিন সম্পর্কে সঠিক তথ্য পেয়েছে। ইন্টারনেটের অন্য কোনো মাধ্যমে এত মানুষ এসব তথ্য পায়নি।’

ওই কর্মকর্তার দাবি, ‘৩.৩ মিলিয়নের বেশি আমেরিকান আমাদের ভ্যাকসিন ফাইন্ডার টুল ব্যবহার করেছেন। এই পরিসংখ্যানে বোঝা যায়, ফেইসবুক মানুষের কাজ সহজ করেছে, জীবন বাঁচিয়েছে।’

টুইটার এবং ইউটিউব এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!