1. admin@banglabahon.com : Md Sohel Reza :
পড়ে গিয়ে আহত ভাষা সংগ্রামী আহমদ রফিক
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন

পড়ে গিয়ে আহত ভাষা সংগ্রামী আহমদ রফিক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
ছবি: ভাষা সংগ্রামী ও সাহিত্যিক আহমদ রফিক।-গুগল

থরুমে পড়ে গিয়ে আহত হয়েছেন ভাষা সংগ্রামী ও সাহিত্যিক আহমদ রফিক।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে তিনি বাথরুমে পড়ে যান। এরপর ৪টার দিকে রাজধানীর গ্রীনলাইফ হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার সকালে দেশ রূপান্তরকে আহমদ রফিকের ব্যক্তিগত গাড়ির চালক কালাম এ তথ্য জানিয়েছেন।

তিনি হাসপাতালেই রয়েছেন জানিয়ে কালাম বলেন, “স্যার এখন কিছুটা ভালো আছেন। একটু আগেই ডাক্তার দেখে গেছেন।”

আহমদ রফিক ব্যক্তি জীবনে একজন চিকিৎসক। তিনি একাধারে কবি, প্রবন্ধকার ও গবেষক।

তিনি ১৯৪৭ সালে নড়াইল মহকুমা হাই স্কুল থেকে প্রবেশিকা পাশ করেন। পরে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান শাখায় হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ থেকে ১৯৪৯ পাশ করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৫৮ সালে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

আহমেদ রফিকের উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে নির্বাসিত নায়ক, রক্তের নিসর্গে স্বদেশ, ভালোবাসা ভালো নেই, অনেক রঙের আকাশ, শিল্প সংস্কৃতি জীবন, নজরুল কাব্যে জীবনসাধনা, আরেক কালান্তর, বুদ্ধিজীবীর সংস্কৃতি, রবীন্দ্রনাথের রাষ্ট্রচিন্তা ও বাংলাদেশ, একুশের ইতিহাস আমাদের ইতিহাস, ভাষা আন্দোলন : ইতিহাস ও তাৎপর্য, ভাষা আন্দোলনের স্মৃতি ও কিছু জিজ্ঞাসা, জাতিসত্তার আত্মঅন্বেষা, বাঙালি বাংলাদেশ, রবীন্দ্রভুবনে পতিসর, বাঙলা বাঙালি আধুনিকতা ও নজরুল, বাংলাদেশ জাতীয়তা ও জাতিরাষ্ট্রের সমস্যা  প্রভৃতি।

বাংলা একাডেমি পুরস্কার, অলক্ত সাহিত্য পুরস্কার, একুশে পদক, রবীন্দ্রত্ত্বাচার্য উপাধি-সহ আহমদ রফিকের ঝুলিতে রয়েছে অসংখ্য স্বীকৃতি।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!