1. admin@banglabahon.com : Md Sohel Reza :
পাটুরিয়ার ঘটনা তদন্ত করবে সংসদীয় কমিটি
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৬:১৯ অপরাহ্ন

পাটুরিয়ার ঘটনা তদন্ত করবে সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
Feri_Paturia

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরি দুর্ঘটনার তদন্ত করবে সংসদীয় কমিটি। এজন্য নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি একটি উপ-কমিটি গঠন করেছে।

বৃহস্পতিবার সংসদ ভবনে সংসদীয় কমিটির বৈঠকে চার সদস্যের এই উপ-কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্য সাবেক নৌমন্ত্রী শাজাহান খানকে আহ্বায়ক এবং রনজিত কুমার রায়, সামিল উদ্দিন আহমেদ ও আছলাম হোসেন সওদাগরকে সদস্য করে ওই উপ-কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্য এস এম শাহজাদা বলেন,”এই ঘটনার সার্বিক তদন্ত করে উপ-কমিটি স্থায়ী কমিটিতে প্রতিবেদন দেবে।”

প্রসঙ্গত, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে বুধবার সকাল ৯টার পর পদ্মা পার হয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে পৌঁছানোর পরপরই কাত হয়ে নদীতে উল্টে যায় শাহ আমানত ফেরি।

দুর্ঘটনার সময় ফেরিতে ছিল ১৭টি ট্রাক, একটি প্রাইভেটকার ও আটটি মোটরসাইকেল। এর মধ্যে তিনটি গাড়ি ঘাটে নেমে যেতে পারলেও বাকি বাহনগুলো ফেরির সঙ্গেই নদীতে ডুবে যায়।

এর মধ্যে চারটি পণ্যবাহী ট্রাক ও পাঁচটি কভার্ড ভ্যান এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে, তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোন মরদেহ পাওয়া যায়নি।

বিআইডব্লিউটিসির কর্মকর্তারা বলছেন, ডেনমার্ক থেকে আনা রো রো ফেরি শাহ আমানত বহরে যুক্ত হয় গত শতকের ৮০ এর দশকে। এর মেয়াদ অনেক আগেই ফুরিয়ে গেছে।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!