1. admin@banglabahon.com : Md. Sohel Reza :
পলাতক ৫ খুনিকে মুজিববর্ষেই ফেরত আনার আশা পররাষ্ট্রমন্ত্রীর
রবিবার, ২৮ মে ২০২৩, ১০:৩৬ অপরাহ্ন

পলাতক ৫ খুনিকে মুজিববর্ষেই ফেরত আনার আশা পররাষ্ট্রমন্ত্রীর

বাংলা বাহন ডেস্ক:
  • প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার ঘটনায় দণ্ডপ্রাপ্ত অন্যতম আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ গ্রেফতার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সেইসঙ্গে পলাতক অন্য ৫ খুনিদের মুজিববর্ষে দেশে ফেরত আনার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

তিনি বলেন, আমরা আশা করেছিলাম, মুজিববর্ষে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের অন্তত একজনকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করা হবে। আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা, তা সম্ভব হল।

ড. আবদুল মোমেন বলেন, তবে এখনও ৫ খুনি পলাতক রয়েছে। তাদের একজন যুক্তরাষ্ট্রে, আরেকজন কানাডায়। আমাদের প্রত্যাশা, মুজিববর্ষেই বাকি খুনিদেরও দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা সম্ভব হবে। এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি দরকার দেশের ও প্রবাসী জনগণের সহযোগিতা প্রয়োজন। আমাদের আশাবাদ, মুজিববর্ষেই তা সম্ভব হবে।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৩।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!