1. admin@banglabahon.com : Md Sohel Reza :
ফুল শার্ট-প্যান্ট-জুতা পরনে চালাতে হবে মোটরসাইকেল
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৩৪ পূর্বাহ্ন

ফুল শার্ট-প্যান্ট-জুতা পরনে চালাতে হবে মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: বুধবার, ১১ মে, ২০২২

দেশের মোটরসাইকেল চালকদের ফুল শার্ট, ফুল প্যান্ট, গোড়ালি ঢাকা জুতাসহ মানসম্মত নিরাপত্তা সরঞ্জাম পরনে মোটরসাইকেল চালাতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিআরটিএ)।

দেশের বিভিন্ন সংবাদপত্রের বিজ্ঞপ্তিতে বিআরটিএ বলেছে, দেশের সড়ক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানির আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তাই সবাইকে সতর্ক করার জন্য দেয়া হয়েছে ওই বিজ্ঞপ্তি।

দেশে এ পর্যন্ত ৩৬ লাখ ৫০ হাজার মোটরসাইকেল রেজিস্ট্রেশন হলেও মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স রয়েছে ২৩ লাখ ৫০ হাজার। প্রায় ১৩ লাখ অদক্ষ চালক লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালনা করছেন। মোটরসাইকেল দুর্ঘটনা যাতে না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে আরও কিছু পরামর্শ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। এগুলোর মধ্যে রয়েছে-

  • অভিভাবকেরা সন্তানদের মোটরসাইকেল ব্যবহারে নিরুৎসাহিত করুন; শুধুমাত্র জরুরি প্রয়োজনে স্বল্প দূরত্বে মোটরসাইকেল ব্যবহার করুন।
  • দূরপাল্লা বা মহাসড়কে মোটরসাইকেল ব্যবহার করবেন না।
  • মোটরসাইকেল চালনাকালে একজনের বেশি আরোহী বহন করবেন না; ওভারটেকিং করবেন না।
  • স্বল্প গতি বজায় রাখুন; অধিকাংশ ক্ষেত্রে মোড় বা বাঁক ঘোরার সময় মোটরসাইকেল কাত হয়ে পড়ে যায়। এ কারণে বাঁক অতিক্রম সময় স্বল্পগতিতে মোটরসাইকেল চালান;
  • মোটরসাইকেল চালানোর সময় ইয়ার ফোন বা মোবাইল ফোন ব্যবহার করবেন না।
  • ট্রাফিক আইন, ট্রাফিক সাইন মেনে চলুন; চালক ও আরোহী উভয়েই হেলমেট, চেস্ট গার্ড, নি গার্ড, এলবো গার্ড, গোড়ালি ঢাকা জুতা বা কেডস, আঙ্গুল ঢাক গ্লাভস, ফুল প্যান্ট-শার্ট ব্যবহার করুন;
  • হালনাগাদ বৈধ কাগজপত্র ব্যবহার করুন। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!