1. admin@banglabahon.com : Md Sohel Reza :
বিমানবন্দরে সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:৪২ অপরাহ্ন

বিমানবন্দরে সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা

স্পোর্টস প্রতিবেদক
  • প্রকাশ: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

দেশের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের বরণ করে নিতে বিমানবন্দরে হাজির হয়েছেন দেশের ক্রীড়াপ্রেমীরা। বাংলাদেশ বিমানের বিজি ৩৭২ ফ্লাইটে নারী ফুটবলাররা দুপুর সোয়া ১২টায় কাঠমান্ডু বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। দুপুর পৌনে দুইটার বিমানটি অবতরণ করে শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

সেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান নারী ফুটবলার ও স্টাফদের সংবর্ধনা দেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারাও বরণ করে নেন নারী ফুটবলারদের।

এরপর বিমানবন্দর থেকেই ছাদখোলা বাসে শুরু হবে বিজয় উদযাপন। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে এ অভ্যর্থনা চলবে বাফুফে পর্যন্ত। সাফজয়ী মেয়েদের বিমানবন্দর থেকে কাকলি হয়ে, মহাখালি ফ্লাইওভার দিয়ে শহীদ জাহাঙ্গীর গেট যাবে। সেখান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে বিজয় সরণী, তেজগাঁও, মৌচাক ফ্লাইওভার দিয়ে কাকরাইল যাবে। এরপর ফকিরেরপুল, আরামবাগ, শাপলা চত্বর দিয়ে পৌঁছাবে মতিঝিলের বাফুফে ভবনে।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৩।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!