1. admin@banglabahon.com : Md Sohel Reza :
দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন

দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। বুধবার সকাল ৮টা ২১ মিনিটে ভারতের আসাম রাজ্যের ঢেকিয়াজুলির ১০ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিমে এই ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানায়, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬। ২৮ দশমিক ৯ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে।

এছাড়া এই ভূমিকম্পের আফটার শকের মাত্রা ছিল ৪ দশমিক ৯ যা ঢেকিয়াজুলির ৪ কিলোমিটার উত্তরে আঘাত হানে।

অবশ্য ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি’র বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আসামে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪।

উত্তর-পূর্ব ভারত এবং দেশটির উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়। এতে বিভিন্ন স্থানে ভবনে ফাটল দেখা দেওয়ার খবর পাওয়া গেছে। তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!