1. admin@banglabahon.com : Md Sohel Reza :
দরপতন ঠেকাতে নতুন সার্কিট ব্রেকার আরোপ
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৫:৪০ পূর্বাহ্ন

দরপতন ঠেকাতে নতুন সার্কিট ব্রেকার আরোপ

অর্থনীতি প্রতিবেদক
  • প্রকাশ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

পুঁজিবাজারের দরপতন ঠেকাতে নতুন করে সার্কিট ব্রেকার আরোপ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নতুন নিয়ম অনুযায়ী শেয়ার দর সর্বোচ্চ বাড়তে পারবে ১০ শতাংশ। আর শেয়ার দর সর্বোচ্চ কমতে পারবে ২ শতাংশ। বুধবার থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে।

মঙ্গলবার বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, স্ট্যাবিলাইজেশন ফান্ড থেকে ১০০ কোটি টাকা বিনিয়োগের জন্য আইসিবিকে নির্দেশ দেওয়া হয়েছে। আইসিবি ইতিমধ্যে এটা নিয়ে কাজ শুরু করেছে।

তিনি জানান, বাণিজ্যিক ব্যাংকগুলোর ২০০ কোটি টাকা করে পুঁজিবাজারে বিনিয়োগের কথা রয়েছে। বাংলাদেশ ব্যাংক তা বিনিয়োগ করার জন্য ব্যাংকগুলোকে উৎসাহ দিচ্ছে। সে জন্য তিনি বিএসইসির পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ জানান। যে সব ব্যাংক এখনো ফান্ড গঠন করেনি। তাদের ফান্ড গঠন করার জন্যও বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছে।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৩।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!