1. admin@banglabahon.com : Md Sohel Reza :
ঢাকা ছেড়েছে অভিবাসী শ্রমিকদের ৪ বিশেষ ফ্লাইট
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০১:৪৭ পূর্বাহ্ন

ঢাকা ছেড়েছে অভিবাসী শ্রমিকদের ৪ বিশেষ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
Biman_

প্রবাসীদের চারটি বিশেষ ফ্লাইট ঢাকা ছেড়েছে। তাদের জন্য রবিবার নির্ধারিত ফ্লাইট সংখ্যা ১২। বিকাল ৩টা পর্যন্ত চার ফ্লাইট ঢাকা ছেড়ে যায়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান সাংবাদিকদের বলেন, চারটি ফ্লাইটের মধ্যে ঢাকা-দাম্মাম এবং ঢাকা-রিয়াদ রুটের দুটি ফ্লাইট বাংলাদেশ বিমান পরিচালনা করেছে।

তিনি বলেন, ঢাকা-মাস্কাট রুটে ওমান এয়ার একটি এবং ঢাকা দুবাই রুটে এমিরেটস একটি ফ্লাইট আজকে পরিচালনা করে।

করোনাভা্‌ইরাসের প্রকোপ কমাতে দেশব্যাপি চলমান এক সপ্তাহের লকডাউনের কারণে দেশে আটকা এক হাজারের মতো প্রবাসী শ্রমিক এই চারটি ফ্লাইটে সৌদি আরব, ওমান ও আরব আমিরাতে তাদের কর্মস্থলে ফিরতে পারছেন।

বিভিন্ন দেশে ফিরতি টিকেট রি-ইস্যু করতে রাজধানীর মতিঝিলে বিমানের অফিসে এবং হোটেল সোনারগাঁওয়ে সৌদি এরাবিয়ান এয়ারলাইনসের অফিসে রবিবার দ্বিতীয় দিনের মতো ভিড় করেন প্রবাসীরা।

শনিবার ঢাকা থেকে আটটি ফ্লাইট বাতিলের কারণে বাংলাদেশি কয়েক হাজার প্রবাসী কর্মীর কর্মস্থলে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে।

সরকার গত ১৪ এপ্রিল, এক সপ্তাহের জন্য বাংলাদেশে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইটের আসা যাওয়া বন্ধ ঘোষণা করে।

একদিন পরেই, প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে কর্তৃপক্ষ সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং সিঙ্গাপুরের জন্য ১০০ বিশেষ ফ্লাইট চালুর ঘোষণা দেওয়া হয়।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৩।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!