1. admin@banglabahon.com : Md Sohel Reza :
চীনা রকেটের ধ্বংসাবশেষ তুর্কমেনিস্তানে পড়ার আশঙ্কা!
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:০৩ অপরাহ্ন

চীনা রকেটের ধ্বংসাবশেষ তুর্কমেনিস্তানে পড়ার আশঙ্কা!

বিদেশ ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ৮ মে, ২০২১

চীনা মহাকাশ রকেটের ‘লং মার্চ ফাইভ বি’-এর ধ্বংসাবশেষ তুর্কমেনিস্তানে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন সামরিক বাহিনীর বরাত দিয়ে সিএনএন শনিবার জানিয়েছেন, লং মার্চ ফাইভ বি’ এর পতনশীল টুকরো তুর্কমেনিস্তানরে কোথাও পড়তে পারে।

এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মাইক হাওয়ার্ড বলেছিলে, চীনা রকেটটি ৮ মে নাগাদ পৃথিবীর কক্ষপথে ফিরে আসতে পারে।

বিষয়টি মার্কিন সামরিক বাহিনীর স্পেস কমান্ড নজরদারি করেছ। শনিবার অবশ্য খবর ছড়িয়ে পড়ে, রকেটটির ধ্বংসাবশেষ ইতালির নয়টি অঞ্চলে পড়তে পারে।

চীনা মহাকাশ স্টেশন স্থাপনের জন্য লং মার্চ ৫বি রকেটটি গত ২৯ এপ্রিল উৎক্ষেপণ করা হয়। রকেটটিকে সফলভাবে তিয়ানহে স্পেস স্টেশনের মডিউলকে কক্ষপথে স্থাপন করা গেলেও পরে সেটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারায় গ্রাউন্ড স্টেশন।

এরপর থেকেই পৃথিবীর কক্ষপথে ঘুরে চলেছে চীনা রকেটটি। তবে, এর ভিতরের ১০০ ফুট লম্বা একটি অংশ রকেট থেকে আলাদা হয়ে ক্রমশ পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ছে। যা যেকোন সময় আছড়ে পড়তে পারে পৃথিবীতে।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৩।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!