1. admin@banglabahon.com : Md. Sohel Reza :
চট্টগ্রামে ট্রাক-অটোরিক্সার সংঘর্ষে নিহত ৪
বুধবার, ৩১ মে ২০২৩, ১১:০৩ অপরাহ্ন

চট্টগ্রামে ট্রাক-অটোরিক্সার সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রাম সংবাদদাতা
  • প্রকাশ: বুধবার, ৩১ মার্চ, ২০২১
মোটরসাইকেল
প্রতীকী ছবি:

চট্টগ্রামের রাউজান উপজেলার দমদমিয়া এলাকায় মঙ্গলবার রাতে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘষের্ চারজন নিহত হয়েছেন। নিহতরা অটোরিক্সার চালক ও যাত্রী বলে পুলিশ জানিয়েছে।

তারা হলেন- রাঙ্গুনিয়া সরফভাটা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা মো. আবুল কালামের ছেলে মো. শাহাজাহান (৩৩), নোয়াখালীর হাতিয়া থানার চরফকিরা গ্রামের মৃত দেলু মাঝির ছেলে মো. সিরাজ (৫৫), নগরীর মোহরার মৃত শাহ আলমের ছেলে খোরশেদ (৪০) ও সিএনজি চালক মো. কামরুল।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন জানান, “বালু নিয়ে ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। রাত আড়াইরটার দিকে ওই স্থানে এলে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার চালকসহ চার যাত্রী নিহত হন।

লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলেও জানান ওসি।”

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৩।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!