1. admin@banglabahon.com : Md Sohel Reza :
ময়মনসিংহে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত চার
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৭ পূর্বাহ্ন

ময়মনসিংহে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত চার

ময়মনসিংহ সংবাদদাতা
  • প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩
ময়মনসিংহে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত চার
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর পুড়ে যাওয়া মাইক্রোবাসটি। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে মাইক্রোবাস খাদে পড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে পুড়ে চারজন নিহত ও পাঁচজন দগ্ধ হয়েছেন। গতকাল রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার রাঙামাটি এলাকায় এই দুর্ঘটনার শিকার হন তারা।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস কয়েকজন সদস্য জানান, মাইক্রোবাসটি ধোবাউড়া উপজেলা থেকে ঢাকায় যাচ্ছিল। রাত দুইটার দিকে ওই স্থানে এসে মাইক্রোসটি খাদে পড়ে যায়। তখন বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন জ্বলে মাইক্রোবাসটি ছড়িয়ে পড়ে। বিকট শব্দ শুনে স্থানীয়রা এসে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম বলেন, ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মাইক্রোবাসের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে দুই নারীসহ চারজনের লাশ।

ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু বকর সিদ্দিক জানান, নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

ঘরে বসে আয় করতে চান? ফ্রিল্যান্সিং করুন ফাইভারে

ঘরে বসে আয় করতে চান? ফ্রিল্যান্সিং করুন ফাইভারে
শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৩।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!