1. admin@banglabahon.com : Md Sohel Reza :
ভারতে নিজেদের মধ্যে গোলাগুলিতে ৫ বিএসএফ জওয়ান নিহত
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:০২ অপরাহ্ন

ভারতে নিজেদের মধ্যে গোলাগুলিতে ৫ বিএসএফ জওয়ান নিহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: রবিবার, ৬ মার্চ, ২০২২

নিজেদের মধ্যে গোলাগুলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পাঁচ জওয়ান নিহত হয়েছেন। স্থানীয় সময় সকালে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের অমৃতসরে এ গোলাগুলি হয়।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি’র প্রতিবেদনে জানিয়েছে, বিএসএফের এক জওয়ান সহকর্মীদের দিকে এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করলে চারজন নিহত হন। পরে হামলাকারী জওয়ান নিজেও নিহত হন। তবে হামলাকারী জওয়ান কী আত্মহত্যা করেছেন নাকি অন্যদের গুলিতে নিহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

কনস্টেবল সাত্তেপ্পা এস কে অন্যদের ওপরে প্রথমে হামলা চালিয়েছিলেন বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া হামলায় আরও এক বিএসএফ সদস্য আহত হয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

বিএসএফ কর্মকর্তারা জানিয়েছেন, নিজেদের মধ্যে গোলাগুলি ও হতাহতের ঘটনার খবর পেয়ে বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। বিএসএফের পক্ষ থেকে কোর্ট অব এনকোয়ারির নির্দেশ দেয়া হয়েছে।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৩।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!