1. admin@banglabahon.com : Md Sohel Reza :
গাজীপুরে বিক্রয়কর্মীকে গলাকেটে হত্যা
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৩ পূর্বাহ্ন

গাজীপুরে বিক্রয়কর্মীকে গলাকেটে হত্যা

গাজীপুর সংবাদদাতা
  • প্রকাশ: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

গাজীপুরের নাওজোড় এলাকায় মেহেদী হাসান তুহিনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে স্থানীয় কটজ অ্যাপারেল কারখানার সামনে তার লাশ পাওয়া যায়।

সিটি করপোরেশনের মজলিশপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে তিনি এবং কোনাবাড়িতে মোবাইল কোম্পানির শো রুমে বিক্রয়কর্মী ছিলেন।

পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে পুুলিশ জানিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনরা জানায়, সন্ধ্যায় মোবাইল শোরুম থেকে বের হয় তুহিন। এরপর তার ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যায়। রাত সাড়ে আটটার দিকে তার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৩।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!