1. admin@banglabahon.com : Md Sohel Reza :
আলো নিভিয়ে কালরাতের বিভীষিকা স্মরণ
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:১০ অপরাহ্ন

আলো নিভিয়ে কালরাতের বিভীষিকা স্মরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের বিভীষিকা স্মরণে আজ শুক্রবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ। এই ১ মিনিট অন্ধকারে ছিল পুরো দেশ। অর্ধশতক আগে সেই রাতে নিরীহ বাঙালি জাতির ওপর পাকিস্তানি বাহিনী নিধনযজ্ঞ চালায়।

১৯৭১ সালের এই দিনে রাতের আঁধারে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদাররা। অপারেশন সার্চলাইটের নামে তারা মেতে ওঠে ইতিহাসের নৃশংসতম গণহত্যায়।

জাতীয় সংসদে ২০১৭ সালের ১১ মার্চ এদিন অর্থাৎ ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। তখন থেকে দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

এই সময়টায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনায় কোনো আলোকসজ্জা করা যাবে না বলে আগেই জানিয়ে রেখেছিল সরকার। তবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা কেপিআই এবং জরুরি স্থাপনাগুলো ব্ল্যাক আউটের আওতামুক্ত রাখা হয়।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৩।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!