1. admin@banglabahon.com : Md Sohel Reza :
করোনায় আরও ৭৭ জনের মৃত্যু
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন

করোনায় আরও ৭৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: শনিবার, ২৬ জুন, ২০২১
Corona_Death

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত আরও ৭৭ মৃত্যু হয়েছে। এতে এই মহামারীতে মৃত্যু ১৪ হাজার ছাড়িয়ে গেছে।

গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ৩৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে বলে শনিবার জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ দিন সকাল নাগাদ দেশে করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৩ জন। এখন পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ৮ লাখ ৮৩ হাজার ১৩৮ জন।

আগের দিন ১০৮ জনের মৃত্যু হয়েছে যা গত ১৯ এপ্রিলের পর সর্বোচ্চ। ওই দিন করোনায় মারা গিয়েছিল ১১২ জন।

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৯৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৫৪ জন।

এদিকে দেশে সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকায় সোমবার থেকে সারাদেশে ‘কঠোর লকডাউন’ দিতে যাচ্ছে সরকার।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছর ৮ মার্চ; তা আট লাখ পেরিয়ে যায় গত ৩১ মে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১১ জুন তা ১৩ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ১৯ এপ্রিল রেকর্ড ১১২ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৪।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!