1. admin@banglabahon.com : Md Sohel Reza :
দেশে করোনাভাইরাসে মৃত্যু ২২০ ও ১৩৭৬৮ শনাক্তের রেকর্ড
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১০ অপরাহ্ন

দেশে করোনাভাইরাসে মৃত্যু ২২০ ও ১৩৭৬৮ শনাক্তের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: সোমবার, ১২ জুলাই, ২০২১
Corona_Death

করোনাভাইরাসে দেশে একদিনে রেকর্ড ১৩৭৬৮ জন শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২২০ জনের। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৪০৬৭ নমুনা পরীক্ষায় ১৩৭৬৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ৩১ দশমিক ২৪ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু হয়। এর আগে একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছিল ১১ হাজার ৮৭৪।

সব মিলিয়ে দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭। মোট মৃত্যু হয়েছে ১৬ হাজার ৬৩৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৮১ হাজার ৫২১ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ২০ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৫৫ জনের। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৩৭ জন, রাজশাহীতে ২৩ জন এবং রংপুর বিভাগে মৃত্যু হয়েছে ১৮ জনের। বাকিরা অন্যান্য বিভাগের।

শেয়ার করতে চাইলে...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ...
© বাংলা বাহন সকল অধিকার সংরক্ষিত ২০১৯-২০২৩।
ডিজাইন ও আইটি সাপোর্ট: বাংলা বাহন
error: Content is protected !!